shono
Advertisement

Breaking News

Numerology Prediction

জন্মসংখ্যা ৯: মিলবে নতুন চাকরি, সঙ্গী! ভুল বোঝাবুঝি এড়িয়ে চললে ২০২৬ আপনারই বছর

বাড়বে আয়?
Published By: Tiyasha SarkarPosted: 08:30 PM Dec 29, 2025Updated: 08:32 PM Dec 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ শেষের পথে। হাতে মাত্র আর ২ দিন। প্রাপ্তি-অপ্রাপ্তি মিলিয়ে কেটে গিয়েছে বছর। সকলেই এখন ভাবছেন আগামী বছরটা কেমন কাটবে? আগামিকাল কী হবে তা কেউ জানে না, এটা যেমন সত্যি, তেমনই আভাস পেতে চান সকলে। ভালো-মন্দ যা আসবে তার ইঙ্গিত যদি পাওয়া যায়, তাহলে তো সুবিধাই! সেই কারণেই জ্যোতিষশাস্ত্র ও সংখ্যাতত্ত্বের উপর ভরসা করেন বহু মানুষ। চলুন আজ সংখ্যাতত্ত্ব অনুযায়ী জেনে নেওয়া যাক আগামী বছরটা কেমন কাটবে ৯ জন্মসংখ্যার জাতকদের।

Advertisement

সংখ্যাতত্ত্ব অনুযায়ী আগামী বছর অর্থাৎ ২০২৬ রবির। এই বছরটির মূলাঙ্ক ১ (২+০+২+৬= ১০ অর্থাৎ ১+০=১)। এক সংখ্যাটি হল সূর্যের। এদিকে ৯ সংখ্যার অধিপতি হচ্ছে মঙ্গল। জ্যোতিষশাস্ত্র বলে সূর্য ও মঙ্গলের সংযোগ অত্যন্ত শুভ। তাই ছাব্বিশে ৯ জন্মসংখ্যার জাতকদের বিশেষ চিন্তার কোনও কারণ নেই। যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন বা বদলানোর চেষ্টা করছেন, এবার তাঁরা সফল হবে। কেরিয়ার এগোবে তড়তড়িয়ে। শুধু আপনাকে নিজের লক্ষ্য স্থির রাখতে হবে। তাহলেই কেল্লাফতে। যারা আইন, ফিটনেস বা খেলার পেশায় রয়েছেন তাঁরা সাফল্যের শীর্ষে পৌঁছতে পারেন।

কেরিয়ারে সাফল্য মানেই আয়ের পথ সুগম। ছাব্বিশে আয় নিয়েও ভাবতে হবে না ৯ জন্মসংখ্যার জাতকদের। বুঝে খরচ করতে পারলে সঞ্চয়ও করতে পারবেন। নিশ্চয়ই ভাবছেন প্রেমজীবন কেমন কাটবে? যারা সম্পর্কে রয়েছেন তাঁদের চিন্তার কোনও কারণ নেই। তবে সঙ্গী কী চাইছেন, কী ভাবছেন তা বোঝার চেষ্টা করুন। এই ডিসেম্বরও যাদের একা কাটল, আশা করা যায় আগামী বছর তাঁরা মনের মানুষের দেখা পাবেন। তবে প্রেম হোক বা পরিবার, অফিস, বন্ধুবান্ধব-কারও সঙ্গে ভুল বোঝাবুঝি হলে তা মিটিয়ে নেবেন। তাহলেই আগামীবছর কাটবে দারুন।


[জন্ম সংখ্যা কী? জন্মসংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই  ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১।]  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জ্যোতিষশাস্ত্র বলে সূর্য ও মঙ্গলের সংযোগ অত্যন্ত শুভ। তাই ছাব্বিশে ৯ জন্মসংখ্যার জাতকদের বিশেষ চিন্তার কোনও কারণ নেই।
  • যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন বা বদলানোর চেষ্টা করছেন, এবার তাঁরা সফল হবে।
Advertisement