shono
Advertisement
Weekly Horoscope

২৪-৩০ আগস্ট ২০২৫ Horoscope: মিথুন রাশির জাতকদের কর্মলাভের যোগ! বাকিদের কেমন কাটবে সপ্তাহ?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Published By: Subhankar PatraPosted: 11:29 AM Aug 24, 2025Updated: 12:19 PM Aug 24, 2025

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বৃহস্পতি, কর্কটে শুক্র ও বুধ, সিংহে রবি, চন্দ্র ও কেতু, কন‌্যায় মঙ্গল, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

সপ্তাহের শুরুতে কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে। পাড়া-প্রতিবেশীদের সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। বয়স্করা চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করুন। বহুদিন ধরে চলা কর্মোন্নতির বাধা এই সময় কেটে যাবে। কর্মক্ষেত্রে অধস্তন কর্মচারীদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবেন না। নতুন সম্পত্তি কেনার ব‌্যাপারে অর্থের সংস্থান হয়ে যাবে। বাবা-মার একাকীত্ব দূর করবার জন‌্য তাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। যানবাহন চালানোর সময় সতর্কতা বাঞ্ছনীয়। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা মানসিক কষ্টের কারণ হতে পারে। শিক্ষার্থীদের ভালো ফলের জন‌্য আরও পরিশ্রম করতে হবে। বয়ঃসন্ধির কন‌্যাসন্তানের দিকে বাড়তি নজর রাখুন।

বৃষ

খরচ বহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না। বন্ধুবান্ধবের বিপদে আপনি তাদের উপকারে লাগলেও আপনার অসময়ে তাদের কাউকে পাশে পাবেন না। স্ত্রীর বিলাসবহুল জীবন-যাপনের জন‌্য বিপুল অর্থ ব‌্যয় হতে পারে। সন্তানের দাম্পত‌্য কলহের জন‌্য আপনাকে দুশ্চিন্তায় থাকতে হতে পারে। ব‌্যবসায় ঝুঁকিপূর্ণ কোনও পরিকল্পনায় বিনিয়োগ করবেন না। সংগীত শিল্পীদের অভাবনীয় সাফল্যের জন‌্য সুনাম বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার জন‌্য সন্তানের বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। বয়স্করা ঈশ্বর আরাধনার মাধ‌্যমে মানসিক শান্তি লাভ করতে পারবেন। সপ্তাহের শেষের দিকে ছোট ভাইয়ের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্পর্ক মিটে যাওয়ার সম্ভাবনা।

মিথুন

এই রাশির জাতক-জাতিকাদের কাছে সপ্তাহটি অনেকাংশে শুভ। কর্মপ্রার্থীদের কর্মলাভের যোগ লক্ষ‌্য করা যায়। ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের নতুন কাজের সুযোগ আসবে। বন্ধুবান্ধবের ক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় থাকলে অনেক ক্ষেত্রে উপকৃত হবেন। ব‌্যবসায়ীদের ঋণ নেওয়ার আগে ঋণ পরিশোধের পরিকল্পনা করে নেওয়া উচিত। পেশাদার শিল্পীদের জন‌্য সপ্তাহটি শুভ। কর্মক্ষেত্রে অগ্রগতি বিলম্বিত হওয়ার সম্ভাবনা। সন্তানদের স্বাস্থ্যের ব‌্যাপারে সমস‌্যা আসতে পারে। মধ‌্যবয়সি জাতক-জাতিকাদের পেটের সমস‌্যার জন‌্য কর্মক্ষেত্রে বাধা।

কর্কট

সপ্তাহের প্রারম্ভে ব‌্যবসায় উন্নতির যোগ। ছাত্রছাত্রীদের বিদ‌্যাশিক্ষায় বাধা আসতে পারে। কর্মপ্রার্থীদের মনোমতো কর্মলাভের সুযোগ আসবে। খেলাধুলায় অভূতপূর্ব উন্নতির যোগ। কর্মক্ষেত্রে কতিপয় সহকর্মী আপনার নামে অপবাদ দেওয়ার চেষ্টা করবে। চাকরিজীবীরা সপ্তাহের মাঝামাঝি কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। ব‌্যবসায়ীরা অতিরিক্ত ঋণের জন‌্য হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন। ঘরোয়া সমস‌্যাগুলি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। অভিনয় ও সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাদের কাজের সাফলে‌্যর জন‌্য সমাজে প্রশংসিত হবেন।

সিংহ

শ্রমিক-মালিক বিবাদের জন‌্য কর্মক্ষেত্রে চাকরির স্থায়িত্ব নষ্ট হতে পারে। পৈত্রিক সম্পত্তি রক্ষা করার বিষয়ে অনেক পরিশ্রম করতে হবে। কাউকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ভাবনাচিন্তা করে নেবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীদের সাফল্যের সম্ভাবনা। মরশুমি রোগ থেকে এই সময় সাবধানে থাকুন। কর্মপ্রার্থীদের কর্ম অনুসন্ধানের জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। কর্মক্ষেত্রে পেশাগত কিছু সমস‌্যা থাকবে। সম্পত্তি রক্ষার ব‌্যাপারে ভাইবোনদের সঙ্গে আলাপ-আলোচনা সেরে নিন। নিজের ও পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন। ব‌্যবসায় বাড়তি লাভ হতে পারে।

কন্যা

সপ্তাহের প্রথমার্ধে কোনও সুখবর পেতে পারেন। নিজের অধিকার কখনওই ছেড়ে দেবেন না। ব‌্যবসায় আপনার সাফল‌্য অনেকেই মেনে না নিতে পারে। স্ত্রীর বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পেতে পারে। বাবার শরীর খুব একটা ভালো যাবে না। শিক্ষার্থীদের পড়াশোনায় ভালো সুযোগ আসবে। এই সময় তাঁরা উচ্চশিক্ষায় সুযোগ পাবেন। চাকরিজীবীদের পদোন্নতি হওয়ার আশা উজ্জ্বল। অবিবাহিতদের বিবাহযোগ বিদ‌্যমান। স্কুলপড়ুয়া সন্তানদের পড়াশোনায় মানসিক চাঞ্চল‌্য ও অন‌্যমনস্কভাবে থাকার ফলে পরীক্ষার ফল আশানুরূপ হবে না। মূল‌্যবান জিনিস এই সময় হারিয়ে বা চুরি যাওয়ার সম্ভাবনা। সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের বিশেষ সাফল‌্যলাভের সম্ভাবনা এবং নতুন দিশা দেখতে পাবেন।

 

তুলা

কৃষিকার্যে‌র সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সপ্তাহটি শুভ। উচ্চ বিদ‌্যালাভে শিক্ষার্থীদের কিছুটা সমস‌্যা থাকবে। তবে আগামিদিনে সঠিক মনোনিবেশের ফলে সফলতা আসবে। চাকরিজীবীদের কর্মস্থানে কাজের জন‌্য সুনাম বাড়বে। শেয়ার বা লটারিতে কিছু অর্থ হাতে এলেও অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। সন্তানের আচার-ব‌্যবহার নিয়ে পরিবারে অশান্তি। বিলাসিতায় অতিরিক্ত খরচের জন‌্য সঞ্চয়ে হাত পড়তে পারে। ব‌্যবসায় এই সময় অল্পবিস্তর বিনিয়োগ করলেও বড় বিনিয়োগ না করাই শ্রেয়। স্ত্রীর কর্মপরিবর্তনের সুযোগ আসবে।

বৃশ্চিক

সপ্তাহের শুরুতে নতুন সম্পত্তি কেনার ব‌্যাপারে কথাবার্তা এগিয়ে রাখতে পারেন। জাতকের পুত্রের কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় রাখুন। শ্বশুরকুল থেকে অর্থপ্রাপ্তির যোগ প্রবল। সন্তানদের পড়াশোনায় সার্বিক সাফল্যের জন‌্য দুশ্চিন্তা থেকে মুক্তি। মধ‌্যবয়স্ক জাতক-জাতিকারা খুব সাবধানে থাকবেন। এই সময় আবহাওয়া পরিবর্তনের জন‌্য ভাইরাস সংক্রান্ত রোগের প্রাদুর্ভাব লক্ষ‌্য করা যায়। ছোটরা সর্দি-কাশিতে কষ্ট পেতে পারে। বৎসরের শেষের দিকে মানসিক অস্থিরতার জন‌্য কর্মক্ষেত্রে বাধা। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে শরীরের নিম্নাঙ্গে বড় আঘাত লাগতে পারে।

ধনু

এই বৎসরে এই রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ‌্য খুব একটা ভালো যাবে না। খাদ‌্যাভাস পরিবর্তনের ফলে মধুমেহ রোগ দেখা দিতে পারে। ব‌্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত‌্যাশা কারও উপরে করবেন না। নতুন সম্পত্তি কেনার ব‌্যাপারে প্রাথমিক কথাবার্তা এগিয়ে রাখতে পারেন। আর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে। কর্মক্ষেত্রে কিছু ভালো সুযোগ আসার সম্ভাবনা। দীর্ঘদিনের কোনও বিশেষ স্বপ্ন সপ্তাহের অদ‌্যভাগে পূরণ হতে পারে। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে পরিবারের থেকে ভালো উপহার পেতে পারেন। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন‌্য পরিশ্রম করুন।

মকর

ব‌্যবসায়ীদের জন‌্য সপ্তাহটি শুভ। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। অন্যের প্ররোচনায় বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না। নতুন গৃহনির্মাণের জন‌্য ঋণ মঞ্জুর হতে পারে। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। যাঁরা সমাজ জীবনে পরিচিত তাঁরা এমন কিছু করবেন না যাতে তাঁদের বদনাম হয়। সন্তানের দিক থেকে সুসংবাদ পেতে পারেন। ব‌্যব‌সায় সাময়িক চাপ থাকলেও আগামিদিনে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হস্তশিল্পে নৈপুণ্যের জন‌্য ভালো ও অর্থকরী কাজের বরাত মিলতে পারে।

কুম্ভ

সপ্তাহের শুরুটা এই রাশির জাতক-জাতিকার জন‌্য খুব একটা ভালো নয়। ব‌্যবসায় সাময়িক চাপ থাকলেও আগামিদিনে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সন্তানের পরীক্ষায় সাফল্যের জন‌্য দুশ্চিন্তা কেটে যাবে। ক্ষুদ্র চাষিরা প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ার জন‌্য সরকারের সাহায‌্য ও সহযোগিতা লাভ করবেন। বন্ধুর সাহায্যের কঠিন পরিস্থিতির থেকে বেরিয়ে আসতে পারবেন। সৎকর্মে অর্থ ব‌্যয় করে মানসিক শান্তি। এই সময় বিভিন্ন উৎস থেকে অর্থ হাতে আসতে পারে। খুচরো ব‌্যবসায়ী ও পাইকারী বিক্রেতাদের জন‌্য সময়টি শুভ। পিতা-মাতার মধ্যে কারও একজনের শারীরিক অসুস্থতার জন‌্য চিন্তা বৃদ্ধি। শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে আশানুরূপ ফল করবে।

মীন

এই রাশির জাতক-জাতিকাদের জীবনে বড় কিছু পরিবর্তন দেখা দিতে পারে। আপনার দাম্পত‌্য ও পারিবারিক জীবন সুখের হবে। কর্মক্ষেত্রে গোপন শত্রুর সঙ্গে আপস করে নিন। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের বাড়তি উপার্জনের জন‌্য অধিক পরিশ্রম করতে হবে। পরিবারে ভাইবোনদের জন‌্য কর্তব‌্য করলেও পরে তারাই আপনার বদনাম করবে। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বন্ধুবান্ধবের কাছ থেকে মূল‌্যবান উপহার পাওয়ার সম্ভাবনা। কর্মপ্রার্থীদের জন‌্য ভালো কাজের যোগাযোগ এই সময় হতে পারে। নিকট আত্মীয়কে সাহায‌্য করতে গিয়ে বাড়িতে অশান্তি।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবেll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেষ রাশির জাতকদের সপ্তাহের শুরুতে কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে।
  • বৃষ রাশির জাতকদের স্ত্রীর বিলাসবহুল জীবন-যাপনের জন্য বিপুল অর্থ ব্যয় হতে পারে।
  • মিথুন রাশির জাতকদের কর্মপ্রার্থীদের কর্মলাভের যোগ লক্ষ্য করা যায়।
Advertisement