আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, কন্যায় কেতু, মীনে রবি, চন্দ্র, বক্রী শুক্র, বুধ (বক্রী), রাহু ও শনি। ২ এপ্রিল রাত্রি ১.২৯ মিঃ মঙ্গল কর্কটে প্রবেশ করবে। জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
মেষ
সপ্তাহের প্রারম্ভে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের সাফল্যের সম্ভাবনা। প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ করুন। বিবাহযোগ্য পাত্র-পাত্রীদের জন্য সময়টি তেমন শুভ নয়। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করলেও সেই অনুপাতে মুনাফা বৃদ্ধি এখনই হবে না। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। দুর্জন ব্যক্তির থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। খাওয়া-দাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন। পৈত্রিক সম্পত্তি নিয়ে টানাপোড়ন থাকবে। আমোদ-প্রমোদে খরচ বৃদ্ধির জন্য সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে। গাড়ি চালানোর সময় অত্যন্ত সাবধান হওয়া দরকার। ছেলেমেয়েদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। বাবা ও মায়ের একাকীত্বে তঁাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। চাকরিজীবীদের এই সময় আর্থিক স্বাচ্ছন্দ্য ফিরে আসবে।
বৃষ
গৃহে সুখ-শান্তি বজায় থাকবে। মহিলারা এই সময় স্বীকৃতি পেতে পারেন। কর্মপ্রার্থীরা নতুন কোনও জীবিকার সন্ধান এই সময় পেতে পারেন। পরিবারে রূঢ় ব্যবহার থেকে বিরত থাকুন। এই রাশির জাতক-জাতিকাদের চোখের সমস্যার জন্য কিছুটা হলেও সমস্যায় পড়তে পারেন। নতুন কর্মস্থলে সকলকে নিয়ে মানিয়ে চলার চেষ্টা করুন। কন্যাসন্তানের বিবাহ নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। ঠিকাদারি ব্যবসায় কোনও লাভদায়ক কাজ হাতছাড়া হতে পারে। এই রাশির জাতক-জাতিকারা হস্তশিল্পে অত্যন্ত পারদর্শী হন। সংগীত জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সুনাম বৃদ্ধি পাওয়ার যোগ এবং বিদেশেও তঁাদের প্রতিভা দেখানোর সুযোগ আসবে। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে।
মিথুন
কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন। বিদ্যার্থীদের পড়াশোনায় নতুন যোগাযোগ আসতে পারে। ঘরে-বাইরে গোপন শত্রুর ব্যাপারে সতর্ক থাকুন। ব্যবসায় প্রত্যাশিত অর্থপ্রাপ্তিতে বাধা। কল-কারখানায় কর্মরত ব্যক্তিরা দুর্ঘটনার কবলে পড়তে পারেন। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয়ের আগে আইনজ্ঞের পরামর্শ নিন। বিদ্যার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে অত্যধিক চিন্তা-ভাবনা না করাই শ্রেয়। স্ত্রীর উদ্যমী স্বভাবের জন্য ব্যবসার উন্নতি। পেটের সমস্যার জন্য গুরুপাক-খাদ্য বর্জন করুন। সপ্তাহের মধ্যাহ্নে এই রাশির জাতক-জাতিকাদের দ্বিমুখী আয়ের সম্ভাবনা। বন্ধুর বিপদে পাশে থাকার চেষ্টা করুন।
কর্কট
সপ্তাহটি ভালোমন্দের ভিতর দিয়ে কাটবে। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যঁারা যুক্ত তঁাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা শুল্ক-সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। অনাবশ্যক ব্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। যঁারা কারিগরি শিক্ষায় যুক্ত তঁাদের সুফল লাভের সম্ভাবনা লক্ষ্য করা যায়। সন্তানের বিবাহের জন্য ভালো সময় আসছে। সৎকর্মে অর্থ ব্যয় করে মানসিক শান্তি। স্ত্রীর বিলাসবহুল জীবন-যাপনের জন্য বিপুল অর্থ-ব্যয় হতে পারে। পুরনো সম্পত্তি বিক্রি করে ভালো অর্থ আসার সম্ভাবনা। দাম্পত্য জীবনে বিভিন্ন কারণে সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে শত্রুরা নানাভাবে বিব্রত করতে পারে। কর্মপ্রার্থীরা নতুন কোনও জীবিকার সন্ধান এই সময় পেতে পারে। পরিবারে রূঢ় ব্যবহার থেকে বিরত থাকুন।
সিংহ
সপ্তাহটি ভালোমন্দের ভিতর দিয়ে কাটবে। কর্মক্ষেত্রে কোনও মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন। বন্ধু-বান্ধবের বিপদে আপনি তঁাদের উপকারে লাগলেও আপনার এ সময়ে তঁাদের কাউকে পাশে পাবেন না। হস্তশিল্পে নৈপুণে্যর জন্য ভালো ও অর্থকরী কাজের বরাত মিলতে পারে। প্রতিবেশীর অন্যায় আচরণকে সমর্থন করবেন না। আর্থিক ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। জাতকের কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। বয়স্করা একটু সাবধানে থাকুন। জমি, ফ্ল্যাট কেনার জন্য ঋণের অাবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। পারিবারিক সমস্যা মেটানোর জন্য গুরুজনদের পরামর্শ নেওয়া উচিত। প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ করুন।
কন্যা
সপ্তাহটি আপনাকে শুভাশুভ ফল প্রদান করবে। পৈত্রিক সম্পত্তি নিয়ে টানাপোড়েন থাকবে। আমোদ-প্রমোদে খরচ বৃদ্ধির জন্য সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে। ছোট ভাইয়ের রূঢ় আচরণের জন্য পরিবারে অশান্তি। সন্তানের চোখের সমস্যার জন্য পড়াশোনায় বাধা। শ্বশুর-শাশুড়ির মধে্য একজনের শারীরিক অসুস্থতার জন্য অর্থব্যয় হতে পারে। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। দুর্জন ব্যক্তির থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন। আপনার বিপদে তাদের পাশে পাবেন।
তুলা
কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। সন্তানের লেখাপড়ার জন্য খরচ বাড়তে পারে। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা কারও উপর করবেন না। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের পুরনো টাকা আদায়ের সম্ভাবনা। দংশক প্রাণীর থেকে সাবধানে থাকুন। বড় আর্থিক লেনদেন করার আগে সবদিক বিচার-বিবেচনা করে নেবেন। সংগীত ও নৃত্যশিল্পীরা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কল-কারখানায় কর্মরত ব্যক্তিরা ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। বয়স্ক জাতক-জাতিকারা কর্মজীবন থেকে প্রাপ্ত টাকাপয়সা উপযুক্ত স্থানে বিনিয়োগ করুন। এই সময় পেটের গোলমাল ও সর্দি-কাশিতে কষ্ট পেতে পারেন।
বৃশ্চিক
এই সপ্তাহে আয়ের তুলনায় ব্যয় একটু বেশি হলেও সঞ্চয় মন্দ হবে না। জাতকের বাবা-মায়ের শরীর মাঝেমধে্য খারাপ হতে পারে। এই সময় নতুন ব্যবসারও যোগাযোগের সম্ভাবনা আছে। স্ত্রীর কর্মক্ষেত্রে আর্থিক অবনতির জন্য চাকরি অনিশ্চিত হওয়ার সম্ভাবনা। ঘরে-বাইরে সাবধানে চলাফেরা করুন। কর্মপ্রার্থীদের পেশাদারী শিক্ষালাভের দ্বারা নতুন কর্মসংস্থান লাভের যোগ। প্রতিবেশীর সঙ্গে চলা বহুদিনের ঝামেলা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। জীবনযাত্রার মানবৃদ্ধির ক্ষেত্রে গুরুজনদের পরামর্শ অনুযায়ী চলা উচিত। পাড়া-প্রতিবেশীদের সঙ্গে বাক্-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। আপনার সন্তান উচ্চশিক্ষায় সাফলে্যর জন্য আপনার মুখ উজ্জ্বল করবে।
ধনু
বহুদিন ধরে চলা কর্মোন্নতির বাধা এই সময় কেটে যাবে। ব্যবসায় মন্দাভাব থাকলেও বন্ধু-বান্ধবের সহায়তায় আবার ঘুরে দাঁড়াতে পারবেন। কর্মক্ষেত্রে অধঃস্তন কর্মচারীদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবেন না। এই সপ্তাহে পেশাগত দিক জাতকের ভালো যাবে। নতুন সম্পত্তি কেনার ব্যাপারে অর্থের সংস্থান হয়ে যাবে। ষাটোর্ধ্ব জাতক-জাতিকারা মানসিক শান্তির জন্য তীর্থ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। বাবা-মার একাকীত্ব দূর করার জন্য তঁাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। এই রাশির জাতক-জাতিকাদের নিজের স্বাস্থে্যর দিকে আরও যত্নবান হতে হবে। কর্মপ্রার্থীরা নতুন কাজের খবর পেতে পারেন।
মকর
কর্মক্ষেত্রে কিছু গোলযোগ থাকলেও আগামিদিনে মিটে যাওয়ার সম্ভাবনা। অতিরিক্ত উপার্জনের জন্য নতুন পথ খুঁজে বার করার চেষ্টা করুন। স্ত্রীর স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো যাবে না। আবেগের বশে তাড়াহুড়ো করে বড় কোনও সিদ্ধান্ত নেবেন না। গুরুজনদের স্বাস্থে্যর অবনতিতে মানসিক উদ্বেগ। এই সময় চাকরিজীবীদের পদোন্নতির জোর লক্ষ্য করা যায়। মহিলাদের কর্মক্ষেত্রে উন্নতি ও অার্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। কর্মপ্রার্থীদের নতুন চাকরির সংস্থান আসতে পারে। বহুদিন ধরে চলা কোনও মামলা-মোকদ্দমার ফল আপনার অনুকূলে আসবে। বিবাহযোগ্য সন্তানদের জন্য বিবাহের পাকা কথাবার্তা এই সময় এগিয়ে রাখতে পারেন। পরিবারে কারও চিকিৎসার জন্য সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে।
কুম্ভ
বিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহটি আপনার অনুকূলে থাকবে। বয়ঃসন্ধির কন্যাসন্তানের দিকে সতর্ক দৃষ্টি রাখুন। কতিপয় জাতক-জাতিকার আর্থিক অনটনের জন্য পড়াশোনায় বাধা। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও আপনি আশানুরূপ ফল নাও পেতে পারেন। কোনও কারণে বাড়ির পরিবেশ পরিবর্তন হওয়ার আশঙ্কা। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। ব্যবসায়ীদের নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টি শুভ। অকারণে কারও সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়বেন না। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা। শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লক্ষ্য করা যায়।
মীন
অর্থ উপার্জনের জন্য অতিরিক্ত পরিশ্রম করবেন না। ব্যবসায়ীদের ব্যবসা ভালো চললেও সঞ্চয়ের ভাগ্য খুব একটা ভালো নয়। জমি বা ফ্ল্যাট কেনার জন্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। অনাবশ্যক ব্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। সন্তানের জন্য অহেতুক দুশ্চিন্তা করবেন না। পারিবারিক সমস্যায় কোনও মতামত দেওয়ার আগে ভালো করে ভাবনা-চিন্তা করে নেবেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা পাওনা টাকা আদায়ের চেষ্টা করুন। ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার সমাধান এই সময় হতে পারে। ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল আশানুরূপ হবে।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll