shono
Advertisement
Horoscope

প্রিয়জনের উপর ছুরি ঘোরাতে চায় এই রাশির জাতক-জাতিকারা, তালিকায় আপনি আছেন?

তালিকায় কোন কোন রাশি?
Published By: Subhankar PatraPosted: 06:34 PM Apr 02, 2025Updated: 06:34 PM Apr 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমরা প্রত্যেকেই চাই প্রিয়জন আমাদের কথা শুনে চলুক। সন্তান থাকলে তারা কথা শুনুক। এটা খুব স্বাভাবিক। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাশি চক্রের বৃশ্চিক, কন্যা, সিংহ, কর্কট, বৃষ, মকর রাশির জাতক-জাতিকারা অপরপক্ষের উপর নিজের কর্তৃত্ব বজায় রাখতে চায়।

Advertisement

বৃশ্চিক রাশি: এই রাশির জাতক-জাতিকার কর্তৃত্ব দখলের জন্য পরিচিত! সব সময় এদের প্রিয়জনরা তাঁদের কথা শুনে চলুক সেটাই চায় এই রাশির জাতক-জাতিকারা। এই তীব্র ইচ্ছা মাঝে মধ্যেই সমস্যা তৈরি করে। এই জাতকের স্বামী বা স্ত্রীর পক্ষে তা সবসময় মেনে চলা খুব মুশকিল হয়ে। যা অনেক সময় সমস্যা তৈরি করে।

কন্যা রাশি: এই রাশির জাতক-জাতিকারা সমালোচনামূলক ও বিশ্লেষণাত্মক প্রকৃতির হয়ে থাকেন। চরিত্রের এই গুণগুলিই অন্যদের উপর কতৃত্ব বজায় রাখতে প্রশয় দেয়। যদি তাঁদের সঙ্গীরা সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে জীবনে সমস্যা তৈরি করে।

সিংহ রাশি: এই রাশির জাত-জাতিকারা স্বভাবগত ভাবেই অধিকারপ্রিয় হয়ে থাকেন। যদি দেখেন তাঁদের প্রিয়জন অন্যজনের প্রতি আসক্ত হয়ে পড়ছেন, তখন তা আটকে যে-কোনও উপায় তাঁরা অবলম্বন করতে পারে।

কর্কট রাশি: এই রাশির জাতক-জাতিকা খুবই প্রজেসিভ প্রকৃতির হয়। তবে সেই সঙ্গে সংবেদনশীলও হয়ে থাকে। কিন্তু তাঁদের প্রিয়জনেরা কথা না শুনলে বিরক্তি চেপে রাখেন না।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকারা নিজদের যে-কোনও বিষয়ে খুবই রক্ষণাত্মক প্রকৃতির হয়ে থাকে। তাঁরা নিজেদের প্রিয়জনকে নজরে নজরে রাখে। মনে করেন তিনি যা বলেছেন সেটাই সবাই মেনে চলবে।

মকর রাশি: এই রাশির জাতক-জাতিকারা যে-কোনও বিষয়ে নিজেদের প্রবলভাবে কর্তৃত্ব বোধ প্রকাশ করতে চায়। যা মাঝে মাঝে সমস্যা তৈরি করে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আমরা প্রত্যেকেই চাই প্রিয়জন আমাদের কথা শুনে চলুক।
  • সন্তান থাকলে তারা কথা শুনুক। এটা খুব স্বাভাবিক।
  • তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাশি চক্রের বৃশ্চিক, কন্যা, সিংহ, কর্কট, বৃষ, মকর রাশির জাতক-জাতিকারা অপরপক্ষের উপর নিজের কর্তৃত্ব বজায় রাখতে চায়।
Advertisement