সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমরা প্রত্যেকেই চাই প্রিয়জন আমাদের কথা শুনে চলুক। সন্তান থাকলে তারা কথা শুনুক। এটা খুব স্বাভাবিক। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাশি চক্রের বৃশ্চিক, কন্যা, সিংহ, কর্কট, বৃষ, মকর রাশির জাতক-জাতিকারা অপরপক্ষের উপর নিজের কর্তৃত্ব বজায় রাখতে চায়।
বৃশ্চিক রাশি: এই রাশির জাতক-জাতিকার কর্তৃত্ব দখলের জন্য পরিচিত! সব সময় এদের প্রিয়জনরা তাঁদের কথা শুনে চলুক সেটাই চায় এই রাশির জাতক-জাতিকারা। এই তীব্র ইচ্ছা মাঝে মধ্যেই সমস্যা তৈরি করে। এই জাতকের স্বামী বা স্ত্রীর পক্ষে তা সবসময় মেনে চলা খুব মুশকিল হয়ে। যা অনেক সময় সমস্যা তৈরি করে।
কন্যা রাশি: এই রাশির জাতক-জাতিকারা সমালোচনামূলক ও বিশ্লেষণাত্মক প্রকৃতির হয়ে থাকেন। চরিত্রের এই গুণগুলিই অন্যদের উপর কতৃত্ব বজায় রাখতে প্রশয় দেয়। যদি তাঁদের সঙ্গীরা সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে জীবনে সমস্যা তৈরি করে।
সিংহ রাশি: এই রাশির জাত-জাতিকারা স্বভাবগত ভাবেই অধিকারপ্রিয় হয়ে থাকেন। যদি দেখেন তাঁদের প্রিয়জন অন্যজনের প্রতি আসক্ত হয়ে পড়ছেন, তখন তা আটকে যে-কোনও উপায় তাঁরা অবলম্বন করতে পারে।
কর্কট রাশি: এই রাশির জাতক-জাতিকা খুবই প্রজেসিভ প্রকৃতির হয়। তবে সেই সঙ্গে সংবেদনশীলও হয়ে থাকে। কিন্তু তাঁদের প্রিয়জনেরা কথা না শুনলে বিরক্তি চেপে রাখেন না।
বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকারা নিজদের যে-কোনও বিষয়ে খুবই রক্ষণাত্মক প্রকৃতির হয়ে থাকে। তাঁরা নিজেদের প্রিয়জনকে নজরে নজরে রাখে। মনে করেন তিনি যা বলেছেন সেটাই সবাই মেনে চলবে।
মকর রাশি: এই রাশির জাতক-জাতিকারা যে-কোনও বিষয়ে নিজেদের প্রবলভাবে কর্তৃত্ব বোধ প্রকাশ করতে চায়। যা মাঝে মাঝে সমস্যা তৈরি করে।