shono
Advertisement
zodiac

কর্মক্ষেত্রে দেরিতে পৌঁছেও আকর্ষণের মধ্যমণি আপনিই, যদি হন এই রাশির জাতক

জেনে নিন নজরকাড়া এই রাশিগুলির হালহকিকত।
Published By: Buddhadeb HalderPosted: 07:16 PM Jun 25, 2025Updated: 07:16 PM Jun 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্যোতিষশাস্ত্র অনুসারে, কিছু রাশির জাতক-জাতিকা সময় জ্ঞান সম্পর্কে ওয়াকিবহাল হন না। কিন্তু যখনই তারা কোথাও উপস্থিত হন, তাদের স্টাইল ও ফ্যাশনবোধ সবার নজর কাড়ে। তাই কর্মক্ষেত্রে দেরিতে পৌঁছলেও তাদের উপস্থিতি সবসময়ই হয়ে ওঠে আকর্ষণীয়। চলুন জেনে নেওয়া যাক নজরকাড়া এই ৪টি রাশি সম্পর্কে।

Advertisement

সিংহ রাশি: সিংহ রাশির জাতক-জাতিকারা বরাবরই আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন। তারা সবসময় সবার মনোযোগ টানতে পছন্দ করেন এবং চান যে তাদের উপস্থিতি যেন সবার মনে দাগ কাটে। এই কারণেই, তারা যখন কোনও পার্টি বা অনুষ্ঠানে যান, তখন তাদের সাজসজ্জা হয় চোখে পড়ার মতো। নিজেদের স্টাইলকে সবার থেকে আলাদা করতে ও আকর্ষণের মধ্যমণি হতে তারা অনেকটা সময় ব্যয় করেন। ফলস্বরূপ, তাদের প্রায়শই গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যায়। তবে, তাদের রাজকীয় উপস্থিতি এতটাই নজরকাড়া হয় যে দেরিতে আসার বিষয়টি খুব একটা মনে রাখেন না কেউ। সিংহ রাশির মানুষেরা দেরিতে এলেও, তাদের আগমন যেন একটি স্টেটমেন্ট হয়ে ওঠে।

মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকারা স্বপ্নদর্শী ও সংবেদনশীল হন। তারা প্রায়শই নিজেদের কল্পনার জগতে বিচরণ করেন। বাস্তবতার প্রতি তাদের মনোযোগ কিছুটা কম থাকে। কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে তারা অনেক কিছু নিয়ে চিন্তা করেন, যেমন– কী পরবেন, নিজেকে কেমন দেখাবে, প্রভৃতি। অতিরিক্ত কল্পনাবিলাস ও নিজেদের মনের জগতে ডুবে থাকার কারণে তাদের প্রায়শই গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যায়। কিন্তু মীন রাশির মানুষেরা তাদের নিজস্ব একটি স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে পারেন, যা অত্যন্ত নান্দনিক। তাদের পোশাক এবং সাজসজ্জায় এমন একটা ভাব থাকে যা তাদেরকে আকর্ষণীয় করে তোলে। মীন রাশির জাতক-জাতিকারা দেরিতে পৌঁছলেও তাদের কমনীয় স্টাইল ও মিষ্টি স্বভাবের জন্য তারা সবার কাছে প্রিয় হন।

তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে সবকিছুর মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য ধরে রাখতে পারেন। একারণে তারা যখন কোনও অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নেন, তখন প্রতিটি ছোট ছোট জিনিসের প্রতিও তাদের নজর থাকে। পোশাক থেকে শুরু করে অন্যান্য অনুষঙ্গ, সবকিছুতেই নিখুঁত হওয়ার চেষ্টা করেন তারা। এই পারফেক্টনেস-এর খোঁজ করতে গিয়ে তাদের প্রায়শই দেরি হয়ে যায়। কিন্তু একবার যখন তারা গন্তব্যে পৌঁছন, তাদের ব্যক্তিত্ব নিমেষেই সকলকে মুগ্ধ করে তোলে। তুলা রাশির মানুষরা দেরিতে এসেও সবার মনোযোগ কেড়ে নিতে পারেন, কারণ তাদের ফ্যাশন সেন্স বরাবরই দুর্দান্ত।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকারা স্বাধীনচেতা ও অ্যাডভেঞ্চার প্রিয় হন। তারা জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে ভালোবাসেন। কোনও নির্দিষ্ট ছকের মধ্যে থাকতে পছন্দ করেন না। এজন্য তাদের সময় জ্ঞানও কিছুটা শিথিল হয়। যেকোনও পরিকল্পনাকে শেষ মুহূর্তে পরিবর্তন করতে বা নতুন কিছুতে জড়িয়ে পড়তে দ্বিধা করেন না। অনেক সময়ই দেখা যায় যে তারা একটি অনুষ্ঠানে যাওয়ার আগে অন্য কোনও কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। যার ফলে গন্তব্যস্থলে পৌঁছতে তাদের দেরি হয়ে হয়। কিন্তু যখন তারা উপস্থিত হন, তাদের প্রাণবন্ত ব্যক্তিত্বের কারণে সবার প্রিয় হয়ে ওঠেন তারা। বৃষ রাশির মানুষেরা দেরিতে এলেও তাদের উপস্থিতি যেকোনও স্থানকে প্রাণবন্ত করে তোলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কিছু রাশির জাতক-জাতিকা সময় জ্ঞান সম্পর্কে ওয়াকিবহাল হন না।
  • কিন্তু যখনই তারা কোথাও উপস্থিত হন, তাদের স্টাইল ও ফ্যাশনবোধ সবার নজর কাড়ে।
  • দেরিতে পৌঁছলেও তাদের উপস্থিতি সবসময়ই হয়ে ওঠে আকর্ষণীয়।
Advertisement