আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বক্রী বৃহস্পতি, সিংহে কেতু, ধনুতে চন্দ্র, মকরে রবি, মঙ্গল, বুধ ও শুক্র, কুম্ভে রাহু, মীনে শনি। লিখেছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
মেষ
সপ্তাহের প্রারম্ভে কাজের চাপ বেশি থাকবে। গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও বিশেষ কিছু করতে পারবে না। মাতৃকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ করা যায়। অযথা বিলাসিতায় অর্থ নষ্ট করবেন না। বন্ধুর সহায়তায় পারিবারিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কর্মক্ষেত্রে বাধা-বিঘ্নের সৃষ্টি হলেও পদোন্নতির যোগ লক্ষ করা যায়। পরিবারে কারও কারও স্বার্থপরতার জন্য সম্পর্ক নষ্ট হতে পারে। স্ত্রীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। সপ্তাহের শেষের দিকে কোনও ভালো খবর পেতে পারেন। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। ব্যবসায়ীদের আর্থিক দিক থেকে ভালো সময়। পুরনো কোনও রোগকে অবহেলা করবেন না।
বৃষ
বিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহটি মোটের উপর ভালো যাবে। পরিবারে আপনার কটুকথার জন্য অশান্তি লেগে থাকতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত মানসিক চাপ নেবেন না। ব্যয় কম হওয়ার ফলে সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা। ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় সাফল্য আসবে। কোনও অবস্থাতেই অনে্যর প্ররোচনায় উত্তেজিত হবেন না। গুপ্ত শত্রু সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন। প্রিয়জনের জন্য স্বার্থত্যাগ করতে হতে পারে। কর্মপ্রার্থীদের নতুন চাকরির সুযোগ আসবে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। প্রতিবেশীর সঙ্গে জমি-জমা সংক্রান্ত সমস্যা অালোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন। পুরনো মামলা-মোকদ্দমা জাতকের অনুকূলে যাবে।
মিথুন
আপনার বুদ্ধি ও কর্মদক্ষতার জন্য কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। এখন থেকে ভবিষ্যতের জন্য অার্থিক পরিকল্পনা তৈরি করুন। নব-বিবাহিতদের দাম্পত্য কলহ সংসারে অশান্ত সৃষ্টি করতে পারে। পেশাগত কারণে দূরে বদলি হওয়ার যোগ। চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় ফসলের দাম ভালোই পাবেন। কোনও উচ্চ-পদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা। বয়স্করা সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করে আনন্দে থাকার চেষ্টা করুন। সপ্তাহের মধ্যাহ্নে অতিরিক্ত দুশ্চিন্তার জন্য মানসিক অবসাদে কষ্ট পেতে পারেন। ব্যবসায়ীরা শুল্ক-সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন।
কর্কট
পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি আর্থিক দিক থেকে শুভ। কর্মরত সন্তান ও তাদের পরিবারকে নিয়ে অহেতুক চিন্তা করবেন না। ভাই-বোনদের কারসাজিতে পারিবারিক সম্পত্তি নিয়ে মনোমালিনে্যর জেরে বাবা-মার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। এই সময় বিভিন্ন সূত্র থেকে অর্থাগম হতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণারত ব্যক্তিরা কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারেন। ছোট ব্যবসায়ীরা ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য তাদের ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। দীর্ঘদিনের কোনও বিশেষ স্বপ্ন এই সময় পূরণ হতে পারে। নিজের স্বাস্থে্যর দিকে অবশ্যই নজর দেবেন। নতুন গৃহ নির্মাণের ক্ষেত্রে আর্থিক সংস্থা থেকে ঋণ মঞ্জুর হয়ে যাবে।
সিংহ
কর্মক্ষেত্রে আপনার গাফিলতির জন্য উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অপমানিত হতে পারেন। কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের সুযোগ আসবে। অতিরিক্ত চিন্তাভাবনার জন্য স্বাস্থ্যহানি হতে পারে। বন্ধু-বান্ধবের সঙ্গে কোনও বিতর্কিত বিষয় নিয়ে অালোচনা করবেন না। পারিবারিক সম্পত্তি নিয়ে কোনও বিবাদ অনেক দূর যেতে পারে। শেয়ার বাজারে এখনই কোনও বড় লগ্নি করবেন না। কন্যা সন্তানের বিয়ের ব্যাপারে আলোচনা এই সময় সেরে ফেলুন। প্রতিবেশীর থেকে উপকার পেতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য ভালো সুযোগ আসবে। বাড়িতে সুখ-শান্তি বজায় থাকবে। বাড়ির সকলের আবদার সব সময় মেনে নেবেন না।
কন্যা
বাড়িতে সুখ-শান্তি বজায় থাকবে। নতুন ব্যবসায় এই সময় বিনিয়োগ করা উচিত হবে না। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করা দরকার। শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। পারিবারিক খরচ কমাবার চেষ্টা করুন। কর্মজীবনে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ আসবে। স্ত্রীর ভাগে্য শ্বশুরকুল থেকে অর্থ ও স্থাবর সম্পত্তি হাতে আসতে পারে। পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল আশাব্যঞ্জক হবে। ব্যয়ের চাপ থাকলেও সঞ্চয় ভালোই হবে। এই সময় আঘাত লাগার সম্ভাবনা লক্ষ করা যায়। সপ্তাহের শেষান্তে সহকর্মীরা আপনার সুনাম নষ্ট করার চেষ্টা করবে।
তুলা
কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকবেন। পরিবারে কারও চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। জীবনে উত্থান-পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবেন। সমাজ-কল্যাণমূলক কাজের মাধ্যমে আপনার নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। নতুন কর্মপ্রার্থীরা সপ্তাহের প্রথমে ভালো খবর পাবেন। বয়স্ক বাবা-মায়ের দায়িত্ব নেওয়ার ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখুন। নতুন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ নিন। মানসিক শান্তির জন্য পূজাপাঠে মন দিন। বিদেশে কর্মরত সন্তানের উন্নতির খবরে মানসিক শান্তি। শ্বশুরকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি হাতে আসতে পারে।
বৃশ্চিক
পারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলেও নিজের বুদ্ধিবলে পরিস্থিতি নিজের আয়ত্তে আনতে পারবেন। ছোট ব্যবসায়ীরা আশানুরূপ উন্নতির সুযোগ পাবেন। গৃহে সুখ-শান্তি বজায় থাকবে। বন্ধুরূপী শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। চাকরিস্থানে আরও ভালো খবর আশা করতে পারেন। এই সময় আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ার ফলে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ করা যায়। রাজনীতিবিদরা জনহিতকর কাজে নিজেকে যুক্ত করুন। নিজের উদাসীনতার জন্য কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধে্যর অতীত খরচা করতে যাবেন না।
ধনু
এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী সপ্তাহের শুরুতে আর্থিক উন্নতি লক্ষ করা যায়। নিজের ব্যবসা শুরু করার জন্য আদর্শ সময়। এই সময় প্রতিকূল পরিস্থিতির পরিবর্তন বিদ্যমান। প্রতিবেশীর অন্যায় আচরণকে সমর্থন করবেন না। মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। বাবা-মার একাকীত্ব দূর করার জন্য তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটাবার চেষ্টা করুন। বাড়িতে সামাজিক অনুষ্ঠানের জন্য অর্থব্যয় হওয়ার সম্ভাবনা। দুর্জন ব্যক্তির থেকে নিজেকে সরিয়ে রাখুন। কৃষিজীবী ও মৎস্যজীবীরা প্রাকৃতিক দুর্যোগ থেকে সাবধানে থাকবেন। এই সময় লটারি বা শেয়ারে কোনও বিনিয়োগ না করাই ভালো।
মকর
এই রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে ভাগ্য সহায় থাকবে। নব-বিবাহিতদের দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। পশুপালন ও মৎস্যপালনে অতিরিক্ত মুনাফা হাতে আসবে। অনে্যর কথায় প্রভাবিত হয়ে কারও সঙ্গে বাক্-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। কর্মে উন্নতি ও দায়িত্ব বৃদ্ধি। সন্তানের ভবিষ্যতের জন্য এখন থেকে সঞ্চয়ে মন দিন। ব্যবসায় ঋণবৃদ্ধি মানসিক উদ্বেগের কারণ হতে পারে। খেলাধুলায় আপনার কন্যার কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। নতুন গৃহনির্মাণের যোগ। শ্বশুরকুল থেকে সম্পত্তি পাওয়ার যোগ লক্ষ করা যায়।
কুম্ভ
পৈতৃক ব্যবসা বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। পরিবারে ছোটখাটো কারণে মাথা গরম করবেন না। শিক্ষার্থীদের ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। সৃষ্টিশীল কাজে বিশেষ স্বীকৃতি স্বরূপ নামী সংস্থায় কাজের সুযোগ আসবে। কাজের ক্ষেত্রে প্রত্যাশা মতো ফল পাওয়ার সম্ভাবনা। আয়-ব্যয়ের সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করুন। আপনার উদ্যম ও লড়াইয়ের মনোভাব কর্মক্ষেত্রে আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। আমদানি, রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা অতিরিক্ত মুনাফার মুখ দেখতে পাবেন।
মীন
এই সপ্তাহে পেশাগত দিক ভালোই যাবে। হঠাৎ কোনও দুঃসংবাদে বিচলিত হয়ে পড়তে পারেন। স্ত্রীর কর্মক্ষেত্রে পদোন্নতি। প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত করে নিজের মান-সম্মান বাড়িয়ে তুলুন। ব্যবসা-বৃদ্ধির জন্য অল্পবিস্তর বিনিয়োগ করতে পারেন। টাকা-পয়সার ব্যাপারে সতর্ক থাকুন। সন্তানদের অন্যায় আবদার কখনওই মেনে নেবেন না। কন্যা সন্তানের বিবাহ নিয়ে কিছু সমস্যা দেখা দেওয়ার ফলে বিবাহ ভেঙে যেতে পারে। লটারি বা শেয়ারে কিছু অর্থ হাতে আসতে পারে। বহুদিন ধরে চলা সমস্যার সমাধান এই সময় লক্ষ করা যায়।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll