সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমাদের হাতের তালু কেবল কতগুলো রেখার সমষ্টি নয়। জ্যোতিষশাস্ত্র বা হস্তরেখাবিদ্যা অনুযায়ী, হাতের প্রতিটি আঙুল একেকটি গ্রহের প্রতিনিধি। আমাদের শরীরের শক্তির সঙ্গে মহাজাগতিক গ্রহের এক অদ্ভুত সংযোগ রয়েছে। জ্যোতিষবিদদের মতে, আঙুলের গঠন এবং যত্ন আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
হাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আঙুল হল বৃদ্ধাঙ্গুলি। এটি শুক্র গ্রহের প্রতীক। শুক্র হল প্রেম, বিলাসিতা এবং সৌন্দর্যের কারক। আপনার বৃদ্ধাঙ্গুলি যদি সুগঠিত হয়, তবে জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য বজায় থাকে। এই আঙুলের নিচের অংশটি শুক্রের পর্বত হিসেবে পরিচিত। শুক্রের শুভ প্রভাবে দাম্পত্য জীবন আনন্দময় হয়ে ওঠে।
তর্জনীতে বৃহস্পতির প্রভাব
বৃদ্ধাঙ্গুলির পাশের আঙুলটি তর্জনী। এটি দেবগুরু বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত। তর্জনী আমাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং আধ্যাত্মিকতাকে নিয়ন্ত্রণ করে। এই আঙুলটি সুন্দর ও সবল হলে সমাজে মান-সম্মান বৃদ্ধি পায়। বৃহস্পতির কৃপায় মানুষ বিদ্বান এবং উচ্চাকাঙ্ক্ষী হয়ে ওঠে।
মধ্যমা ও শনির আশীর্বাদ
হাতের দীর্ঘতম আঙুলটি হল মধ্যমা। এটি কর্মফল দাতা শনির আঙুল। শনিদেব বিচার এবং শৃঙ্খলার প্রতীক। মধ্যমায় কোনও সমস্যা না থাকলে মানুষ ধৈর্যশীল ও পরিশ্রমী হয়। শনির শুভ প্রভাবে ব্যক্তি বহু গুণের অধিকারী হন এবং ধৈর্য ধরে কাজে সফল হন।
অনামিকাতে সূর্যের তেজ
মধ্যমার পাশের আঙুলটি হল অনামিকা। এটি রবির আঙুল বা সূর্যের প্রতীক। অনামিকা আমাদের খ্যাতি, প্রতিষ্ঠা এবং সৃজনশীলতাকে নিয়ন্ত্রণ করে। অনামিকা সুগঠিত হলে সরকারি চাকরিতে পদোন্নতি বা ব্যবসায় প্রচুর অর্থলাভের সম্ভাবনা তৈরি হয়। এই আঙুলের প্রভাবেই মানুষ সমাজে পরিচিতি পায়।
কনিষ্ঠায় বুধের বুদ্ধিমত্তা
সবচেয়ে ছোট আঙুলটি হল কনিষ্ঠা। এটি বুধ গ্রহের সঙ্গে যুক্ত। বুধ হল বুদ্ধি, ব্যবসা এবং বাকশক্তির কারক। কনিষ্ঠার শুভ প্রভাবে মানুষ উপস্থিত বুদ্ধিতে দক্ষ হয়। এদের ব্যবসায়িক বুদ্ধি হয় প্রখর। সুন্দর হাতের কনিষ্ঠা আঙুল উন্নতির শিখরে পৌঁছাতে সাহায্য করে।
আপনার হাতের এই পাঁচটি আঙুলই হল আপনার ভাগ্যের নিয়ন্ত্রক। এদের সঠিক যত্ন এবং গ্রহের অবস্থান বুঝলে জীবন অনেকটা সহজ হয়ে ওঠে। তাই আঙুলের খুঁটিনাটি দেখেই বুঝে নিন আপনার আগামী দিন কেমন কাটবে।
