shono
Advertisement

বরফের নিচে জেগে উঠবে ‘জম্বি’ ভাইরাস! ভয়াবহ আশঙ্কার কথা শোনালেন বিজ্ঞানীরা

আরও ভয়ংঙ্কর বিপদ ঘনিয়ে আসবে মানব সভ্যতার দিকে?
Posted: 09:21 PM Jan 22, 2024Updated: 09:21 PM Jan 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিমারীর ভয়াবহ রূপ দেখেছে বিশ্ব। কিন্তু অচিরেই কি আরও ভয়ংঙ্কর বিপদ ঘনিয়ে আসবে মানব সভ্যতার দিকে? এমনই ‘সিঁদুরে মেঘ’ দেখছেন বিজ্ঞানীরা। এক মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে শিগগিরি জেগে উঠতে পারে ‘জম্বি’ ভাইরাস (Virus)।

Advertisement

কোথায় রয়েছে ওই ভাইরাস? উত্তর মেরুর বরফ যে দ্রুত গলছে, এটা নতুন কথা নয়। আগেই এব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। এবার জানা যাচ্ছে, সেই গলন্ত বরফের তলায় লুকিয়ে থাকতে পারে ‘জম্বি’ ভাইরাস। আর অচিরেই তা আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে।

ফ্রান্সের এইক্স-মার্শেল বিশ্ববিদ্যালয়ের গবেষক জিন-মাইকেল ক্লাভেরি জানিয়েছেন, ”এই মুহূর্তে অতিমারীর আশঙ্কা খতিয়ে দেখে জানা যাচ্ছে, এমন বিপদ লুকিয়ে থাকতে পারে মেরুপ্রদেশের বরফের তলায়। আমাদের ধারণা, এমন ভাইরাস সেখানে থাকতে পারে যা মানুষকে দ্রুত সংক্রমিত করতে পারে। এবং এর ফলে নতুন কোনও অসুখের জন্ম হবে।”
কিন্তু কেমন সেই ভাইরাসের গঠন? বিজ্ঞানীরা বলছেন, ঠিক কী ধরনের ভাইরাস বরফের নিচে রয়েছে তা এখনও পরিষ্কার নয়। কিন্তু মনে করা হচ্ছে পোলিওর মতো অসুখের জন্ম দিতে পারে এমন আদ্যপ্রাণী সেখানে থাকার সম্ভাবনা প্রবল।

[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির, কী জবাব দিলেন মোদি?]

প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালে সাইবেরিয়ায় এক বিজ্ঞানীর দল এমন ভাইরাসের সন্ধান পেয়েছিল, যেটা ৪৮ হাজার ৫০০ বছরের পুরনো। যেখান থেকে মনে করা হচ্ছে, এভাবেই প্রাগৈতিহাসিক জীবাণুরা আচমকা জেগে উঠে বিপদ সৃষ্টি করতে পারে। সেই জল্পনাই ফের উসকে দিলেন বিজ্ঞানীরা।

[আরও পড়ুন: রামমন্দিরের সম্প্রচার নিয়ে অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, ‘রাম’পন্থীদের সঙ্গে বাম ছাত্রদের হাতাহাতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement