সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনিও গুজরাতে থাকেন৷ তিনিও বিক্রি করতেন চা৷ এখন অবশ্য সুদের কারবারি৷ প্রধানমন্ত্রী মোদির জন্মভূমির এমনই এক ব্যবসায়ীর সম্পত্তির হিসেব নিতে গিয়েই চক্ষু চড়কগাছ আয়কর কর্তাদের৷ প্রায় ১১ কোটি টাকার মালিক প্রাক্তন চা-বিক্রেতা৷ সবটাই হিসেব বহির্ভূত সম্পত্তি ও কালো টাকা৷
নোট বাতিলের পর থেকে দেশ জুড়ে ধরপাকড় শুরু করেছেন আয়কর কর্তারা৷ হানা দেওয়া হচ্ছে বিভিন্ন রাজ্যেই৷ সম্প্রতি সুরাতে অভিযান চালিয়ে এই বেআইনি সম্পত্তির হিসেব পান আধিকারিকরা৷ প্রাক্তন চা-বিক্রেতা তথা সুদের কারবারির কাছ থেকে মিলেছে ১.০৫ কোটি নতুন নোট সহ ১.৪৫ নগদ টাকা, ১.৪৯ কোটি টাকার সোনার-রুপোর বাট, ৪.৯২ কোটি টাকার সোনার গয়না, ১.২৮ কোটি টাকার রুপোর গয়না এবং ১.৩৯ কোটি টাকার অন্যান্য বহুমূল্য রত্নের গয়না৷ সবমিলিয়ে মোট বেআইনি সম্পত্তির পরিমাণ ১০.৫০ কোটি টাকা৷
গুজরাতের ব্যবসায়ীর বিভিন্ন ব্যাঙ্কে মোট ১৩টি অ্যাকাউন্ট ও লকার খুলে এই সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন আয়কর কর্তারা৷ এখনও চারটি অ্যাকাউন্ট খোলা বাকি রয়েছে৷ তাতে আরও বেআইনি সম্পত্তি পাওয়ার আশা করছেন তাঁরা৷
The post গুজরাতের চা-বিক্রেতার কাছে মিলল প্রায় ১১ কোটি appeared first on Sangbad Pratidin.