সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, হুগলি জেলায় আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মোট ১১০ জনকে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। এবার চলুন জেনে নেওয়া যাক আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
আবেদনের শর্ত:
১. কেবলমাত্র বিবাহিত/বিধবা/বিবাহবিচ্ছিন্ন মহিলারা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
২. আবেদনকারীকে অবশ্যই ওই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩. মাধ্যমিক পাশ কিংবা তার কম শিক্ষাগত যোগ্যতা হলেও চলবে।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি ২০২০ তারিখের ভিত্তিতে ৩০ থেকে ৪০ বছর বয়সিরা আবেদন করতে পারেন। তফসিলি জাতি, উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে ২২ থেকে ৪০ বছর বয়সিরা আবেদনের যোগ্য।
[আরও পড়ুন: ভাল বেতনে মিলতে পারে রাজ্য সরকারি চাকরির সুযোগ, আবেদন করতে ভুলবেন না]
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
যে ব্লকের জন্য আবেদন করা হবে সেই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও অফিসে পাঠাতে হবে।
আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে:
১. জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড।
২. এলাকার বাসিন্দা হিসাবে ভোটার কিংবা রেশন কার্ড।
৩. তফসিলি জাতি বা উপজাতির প্রার্থীর প্রমাণপত্র দিতে হবে।
৪. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৫. প্রার্থীর স্বাক্ষর-সহ ২টি পাসপোর্ট মাপের ছবি।
আবেদনের শেষদিন:
আগামী ৩১ আগস্ট বিকেল ৪টের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
কবে, কোথায় ইন্টারভিউ হবে তা ডাকযোগে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
[আরও পড়ুন: ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]
The post রাজ্যে আশাকর্মী নিয়োগ, জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি appeared first on Sangbad Pratidin.