সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আতঙ্কের রেল যাত্রায় ফের দুর্ঘটনা। ট্রেনে অগ্নিকাণ্ডের গুজবে হাওড়া-অমৃতসর মেল থেকে ঝাঁপ দিয়ে আহত হলেন ১২ জন যাত্রী। জানা যাচ্ছে, অসংরক্ষিত ট্রেনের কামরায় অগ্নিনির্বাপক যন্ত্র চালু করে দেন কয়েকজন। এই ঘটনায় আতঙ্কিত হয়ে ট্রেন থেকে ঝাঁপ দেন যাত্রীরা। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ ডিভিশনে।
যাত্রীদের তরফে জানা যাচ্ছে, বিলপুর স্টেশনের কাছে চলন্ত ট্রেনে হঠাৎ কয়েকজন ট্রেনের অগ্নিনির্বাপক যন্ত্র খুলে তা স্প্রে করা শুরু করে দেন। ঘটনায় যাত্রীদের মধ্যে আগুনের আতঙ্ক ছড়ায়। এর পর বেশ কয়েকজন যাত্রী ট্রেনের চেন টেনে ট্রেনটি থামানোর চেষ্টা করেন। ফলে ট্রেনের গতি কমে যায়। ওই অবস্থায় আগুনের আতঙ্কে ট্রেন থেকে লাফ দেন ১২ জন যাত্রী। রেল লাইনে পড়ে আহত হন তাঁরা। ঘটনা গুরুতর আকার নিতেই ট্রেনের ম্যানেজার চালককে সতর্ক করেন।
[আরও পড়ুন: মণিপুরে প্রাক্তন বিধায়কের বাড়িতে বোমা, মর্মান্তিক মৃত্যু বিজেপি নেতার স্ত্রীর]
বিষয় জানতে পেরে দ্রুত ট্রেনটি থামান চালক। খবর দেওয়া হয় রেল পুলিশকে। খবর যায় রেল কর্তাদের কাছে। তড়িঘড়ি সেখানে উপস্থিত হন রেল পুলিশ ও রেল আধিকারিকরা। আহত ১২ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। যাত্রীদের দাবি, এই ঘটনায় প্রাণহানীর ঘটনা ঘটতে পারত। তবে ভাগ্যক্রমে ট্রেনের গতি কম থাকায় কোনওমতে রক্ষা পেয়েছেন ওই যাত্রীরা।
[আরও পড়ুন: ‘ভারতেও বাংলাদেশের হাল হবে’, কংগ্রেস নেতার মন্তব্যের তীব্র সমালোচনা ধনকড়ের]
গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা ট্রেনের মধ্যে অগ্নিনির্বাপক যন্ত্র খুলে এই কাণ্ড ঘটিয়েছেন তাঁদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ট্রেনেরই কোনও যাত্রী এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্ঘটনা ও প্রাণহানির জেরে এমনিতেই প্রশ্নের মুখে ভারতীয় রেল। তারই এই ঘটনা ফের প্রশ্ন তুলছে রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে।