সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি মাধ্যমিক পাশ? নিশ্চয়ই ভাবছেন এই প্রতিযোগিতার দৌড়ে কীভাবে চাকরি জোগাড় করবেন, তাই তো? উত্তর ‘হ্যাঁ’ হলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। কারণ, আশা কর্মী হিসাবে ১৫৪ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট, বনগাঁ, বারাকপুরে তাঁদের নিয়োগ করা হবে। আবেদনপত্র জমার আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
Advertisement
আবেদনকারীর যোগ্যতা:
- শুধুমাত্র মহিলারাই এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- আবেদনকারীকে কমপক্ষে মাধ্যমিক পাশ হতেই হবে।
- আবেদনকারী বিবাহিত/বিবাহবিচ্ছিন্না অথবা বিধবা হতে হবে।
- যে এলাকার জন্য আবেদন করছেন, সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
[আরও পড়ুন: রাজ্যের ৫৪০টি আয়ুশ সুস্বাস্থ্য কেন্দ্র চুক্তিভিত্তিক প্রচুর যোগ প্রশিক্ষক নিয়োগ, জানুন খুঁটিনাটি]
আবেদনকারীর বয়সসীমা:
২৮ মার্চ, ২০২৩ তারিখের ভিত্তিতে ন্যূনতম ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি:
- বারাকপুরের প্রার্থীদের বারাকপুর ১ এবং বারাকপুরের ২ নম্বর ব্লকের বিডিও অফিসে আবেদনপত্র জমা দিতে হবে।
- বসিরহাটের প্রার্থীদের বিডিও অফিসে আবেদনপত্র জমা দিতে হবে।
- বনগাঁর প্রার্থীদের বনগাঁ, বাগদা, গাইঘাটার বিডিও অফিসে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনপত্র জমার শেষদিন:
- বারাকপুর এবং বসিরহাটের প্রার্থীদের আগামী ১০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।
- বনগাঁর প্রার্থীদের আগামী ১৩ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।