shono
Advertisement

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৭

হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ৫ জনের মৃত্যু হয়। বাকি ১২ জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন। The post মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৭ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:47 PM Jun 05, 2016Updated: 01:23 PM Jun 05, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে। ঘটনায় ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে।  মৃতদের মধ্যে ১০ জনই মহিলা এবং একজন আট মাসের শিশুও রয়েছে। আহত আরও অনেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে টায়ার ফেটে যাওয়ায় হাইওয়ের সামনে দাঁড়িয়েছিল দুর্ঘটনাগ্রস্ত ইনোভা গাড়িটি। ইনোভার যাত্রীদের সাহায্য করতেই তার পিছনে এসে দাঁড়ায় আরেকটি গাড়ি। ঠিক সেই সময় উল্টোদিক থেকে সাতারা থেকে মুম্বইগামী একটি বাস এসে গাড়ি দুটিকে ধাক্কা মারে এবং  ১৫ ফুট নিচে নয়ানজুলিতে পড়ে যায়।

স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগান। তারপর পুলিশ এসে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ৫ জনের মৃত্যু হয়। বাকি ১২ জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন।

The post মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৭ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement