shono
Advertisement

Breaking News

দিনেদুপুরে থানার সামনেই খুন ২ পুলিশকর্মী

ফের অশান্ত শ্রীনগর৷ দিনেদুপুরে পুলিশ স্টেশনের সামনেই দুই পুলিশকর্মীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা৷ নিহত সাব-ইন্সপেক্টর গুলাম মহম্মদ ও কনস্টেবল নাজির আহমেদ৷ সোমবার সকালে ঘটনাটি ঘটে পুরনো শ্রীনগরের জদিবাল এলাকায়৷ The post দিনেদুপুরে থানার সামনেই খুন ২ পুলিশকর্মী appeared first on Sangbad Pratidin.
Posted: 07:38 PM May 23, 2016Updated: 02:08 PM May 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অশান্ত শ্রীনগর৷ দিনেদুপুরে পুলিশ স্টেশনের সামনেই দুই পুলিশকর্মীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা৷ নিহত সাব-ইন্সপেক্টর গুলাম মহম্মদ ও কনস্টেবল নাজির আহমেদ৷ সোমবার সকালে ঘটনাটি ঘটে পুরনো শ্রীনগরের জদিবাল এলাকায়৷

Advertisement

এদিন সকালে রোজকার মতোই পুলিশ স্টেশনের কাজ শুরু হয়েছিল৷ আচমকা কয়েকজন দুষ্কৃতী এসে এলোপাথারি গুলি ছুড়তে থাকে৷ গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় গুলাম মহম্মদ ও নাজির আহমেদের৷ ক্লোজ রেঞ্জ থেকেই দুজনকে গুলি করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ দুষ্কৃতীদের খোঁজে গোটা এলাকায় চিরুণিতল্লাশি চালাচ্ছে শ্রীনগর পুলিশ

গত তিন বছরে প্রথম এরকম ঘটনা ঘটল শ্রীনগরে৷ এর আগে ২০১৩ সালের জুন মাসে হরি সিং হাই স্ট্রিটে দুই পুলিশকর্মীকে এভাবেই গুলি করে হত্যা করেছিল দুষ্কৃতীরা৷

প্রসঙ্গত, ক’দিন আগেই কুপওয়ারাতে সেনা-জঙ্গি সংঘর্ষে পাঁচ জঙ্গির মৃত্যু হয়েছে৷ ঘটনায় আহত হয়েছেন তিন জওয়ান৷ মৃত্যু হয়েছে নায়েক গাওড়ে নামে এক জওয়ানের৷ ঘটনাচক্রে আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় পূর্ণ সামরিক মর্যাদায়৷

The post দিনেদুপুরে থানার সামনেই খুন ২ পুলিশকর্মী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement