shono
Advertisement
Chhattisgarh

মহারাষ্ট্রের 'বদলা' ছত্তিশগড়ে, মাওবাদীদের আইইডি বিস্ফোরণে শহিদ ২ জওয়ান

বিস্ফোরণে আহত ৪ জওয়ান।
Published By: Kishore GhoshPosted: 08:50 AM Jul 18, 2024Updated: 09:34 AM Jul 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার মহারাষ্ট্রে গুলির লড়াইয়ে নিকেশ হয় ১২ মাওবাদী। চব্বিশ ঘণ্টার মধ্যে পালটা হামলা চালাল নকশালপন্থীরা। বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিজাপুর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর উপর IED হামলা চালায় মাওবাদীরা। বিস্ফোরণে যৌথবাহিনীর ২ জওয়ান শহিদ হয়েছেন। ৪ জওয়ান গুরুতর আহত। জেলার সরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে পুলিশ ও সিরিপিএফ এর যৌথবাহিনী। মাওবাদীদের খোঁজে জোর কদমে তল্লাশি অভিযান চলছে।

Advertisement

এদিন ছত্তিশগড় টাস্ক ফোর্সের হেড কনস্টেবল ভরত লাল সাহু এবং কনস্টেবল সতের সিং কর্তব্যপালন করতে গিয়ে প্রাণ হারান। ছত্তিশগড় পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজাপুর জঙ্গলের মান্ডিমার্কায় IED বিস্ফোরণ ঘটানো হয়। মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফেরার পথে পাইপ বোমা বিস্ফোরণে শহিদ হয়েছেন দুই জওয়ান। আহত হয়েছেন পুরুষত্তম নাগ, কোমল যাদব, সিয়ারাম সোর এবং সঞ্জয় কুমার। জেলা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। অবস্থার অবনতি হলে রায়পুরে এয়ারলিফ্ট করা হতে পারে জওয়ানদের। অন্যদিকে বিস্ফোরণস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।

 

[আরও পড়ুন: যৌথ বাহিনীর হাত ফসকে পালাল শীর্ষ মাও নেতা, ক্যাম্প ভেঙে উদ্ধার অস্ত্রশস্ত্র

প্রসঙ্গত, বুধবার মহারাষ্ট্রে গুলির লড়াইয়ে নিকেশ হয় ১২ মাওবাদী। ওই অভিযানে আহত হয়েছেন ১ জওয়ান এবং এক পুলিশকর্মী। বুধবার দুপুর থেকে শুরু হওয়া এই এনকাউন্টার রাত অবধি চলে। এই অভিযান নিয়ে মুখ খুলেছেন সেরাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। কমান্ডো বাহিনীর এই সাফল্যের জন্য ইতিমধ্যেই ৫১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি।  

 

[আরও পড়ুন: বাজেট অধিবেশনের আগে লক্ষ্মীবারে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক, আগামীর রূপরেখা দেবেন মোদি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এদিন ছত্তিশগড় টাস্ক ফোর্সের হেড কনস্টেবল ভরত লাল সাহু এবং কনস্টেবল সতের সিং কর্তব্যপালন করতে গিয়ে প্রাণ হারান।
  • বুধবার মহারাষ্ট্রে গুলির লড়াইয়ে নিকেশ হয় ১২ মাওবাদী।
Advertisement