সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছর আসার আগেই নয়া খুশির পসরা৷ ইতিমধ্যেই হাতে হাতে পৌঁছে গিয়েছে ২০১৭ সালের ক্যালেন্ডার অনেকেই চোখ বুলিয়ে রেখে দিয়েছেন৷ ব্যক্তিগত বিশেষ দিনক্ষণ দেখে রেখে দিয়েছেন৷ কিন্তু খেয়াল করেছেন কী, নতুন বছরে অন্তত টানা ১৪ বার লম্বা ছুটির হাতছানি আপনার সামনে৷ হ্যাঁ, নতুন বছরে কোনও উপহার আসার আগে নতুন বছরই এই উপহার সাজিয়ে রেখেছে আপনার জন্য৷
জানুয়ারি
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবস
শুক্রবার, ২৭ জানুয়ারি (ছুটি নিতে হবে)
শনিবার, ২৮ জানুয়ারি
রবিবার, ২৯ জানুয়ারি
অর্থাৎ প্রথম মাসে একটা দিন ছুটি নিলেই দিন চারেকের টানা ছুটি পেয়ে যেতে পারেন৷
ফেব্রুয়ারি
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, শিবরাত্রি
শনিবার, ২৫ ফেব্রুয়ারি
রবিবার, ২৬ ফেব্রুয়ারি
শিবরাত্রির দিন একটা ছুটি নিতে পারলেই এই মাসেও টানা তিনদিন ছুটির সুযোগ৷
মার্চ
শনিবার, ১১ মার্চ
রবিবার, ১২ মার্চ
সোমবার, ১৩ মার্চ, হোলি
এখানে টানা তিনদিন ছুটি বাঁধা৷ এই মাসে অবশ্য আরও একটা ছুটির উপায় আছে৷ সেটা এরকম-
শনিবার, ২৫ মার্চ
রবিবার, ২৬ মার্চ
মঙ্গলবার, ২৮ মার্চ, গুডি পওয়া
সোমবার ছুটি নিলেই এখানেও টানা চারদিন ছুটি৷
এপ্রিল
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, পয়লা বৈশাখ
শুক্রবার, ১৪ এপ্রিল, গুড ফ্রাইডে
শনিবার, ১৫ এপ্রিল
রবিবার, ১৬ এপ্রিল, ইস্টার
অথবা এই মাসে এই ছুটির দিনগুলোও ভেবে দেখা যেতে পারে-
শনিবার, ১ এপ্রিল
রবিবার, ২ এপ্রিল
মঙ্গলবার, ৪ এপ্রিল, রাম নবমী
এক্ষেত্রে সোমবার একটা ছুটি নিতে হবে৷
এপ্রিল-মে
শনিবার, ২৯ এপ্রিল
রবিবার, ৩০ এপ্রিল
সোমবার ১ মে
জুন
শনিবার, ২৪ জুন
রবিবার, ২৫ জুন
সোমবার ২৬ জুন, রমজান ইদ
আগস্ট
শনিবার, ১২ আগস্ট
রবিবার, ১৩ আগস্ট
সোমবার, ১৪ আগস্ট, জন্মাষ্টমী
মঙ্গলবার, ১৫ আগস্ট, স্বাধীনতা দিবস
যদি এইদিনগুলোয় ছুটি নিতে অসুবিধা থাকলে, তাহলেও এই সুযোগ হাতে থাকছে-
শুক্রবার, ২৫ আগস্ট গণেশ চতুর্থী
শনিবার, ২৬ আগস্ট
রবিবার, ২৭ আগস্ট
সেপ্টেম্বর-অক্টোবর
শনিবার, ৩০ সেপ্টেম্বর
রবিবার, ১ অক্টোবর
সোমবার, ২ অক্টোবর, গান্ধী জয়ন্তী
এছাড়া এই কটাদিনও ছুটি হতে পারে-
শনিবার, ১৪ অক্টোবর
রবিবার, ১৫ অক্টোবর
সোমবার, ১৬ ধনতেরস
বুধবার, ১৮ অক্টোবর দিওয়ালি
এক্ষেত্রে সোমবার ও মঙ্গলবার ছুটি নিতে হবে৷
ডিসেম্বর
শুক্রবার, ১ ডিসেম্বর, ইদ
শনিবার, ২ ডিসেম্বর
রবিবার, ৩ ডিসেম্বর
এছাড়া বছরশেষে এই ছুটিটাও থাকল
শনিবার, ২৩ ডিসেম্বর
রবিবার, ২৪ ডিসেম্বর
সোমবার, ২৫ বড়দিন
তাহলে প্ল্যান করতে আর দেরি কীসের!