সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা-মেয়ের সম্পর্ক 'পবিত্র'। আদি অনন্তকাল ধরে চলে আসা সেই স্নেহের সম্পর্কই এবার প্রশ্নের মুখে! লাজলজ্জা দূরে ঠেলে ৫০ বছর বয়সি বাবাকে বিয়ে করলেন ২৬ বছরের মেয়ে। শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় সেই বিয়ের ভিডিও প্রকাশ্যেও আনলেন নববধূ। সগর্বে জানালেন, এই কাণ্ড ঘটিয়ে তিনি লজ্জিত নন বরং পছন্দের পুরুষকে বিয়ে করতে পেরে অত্যন্ত খুশি।
সোশাল মিডিয়ায় বিয়ের যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, গলায় মঙ্গলসূত্র, লাল শাড়ি ও কপালে সিঁদুর পরে এক ব্যক্তির পাশে দাঁড়িয়ে রয়েছেন সদ্য বিবাহিতা যুবতী। এবং সগর্বে ঘোষণা করছেন, 'ইনি আমার বাবা। তবে অত্যন্ত আনন্দের সঙ্গে সকলকে জানাতে চাই, আমরা বিবাহিত।' ওই যুবতীর বক্তব্যে সিলমোহর দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা প্রৌঢ় বলেন, 'হ্যাঁ ও আমার নিজের মেয়ে। বিয়ে করলে সমস্যাটা কোথায়?' যুবতী আরও জানান, এই বিয়ে নিয়ে অনেকে অনেক সমালোচনা করতে পারেন। তবে আধুনিক সময়ে দাঁড়িয়ে বাবা-মেয়ের এই বিয়েকে সহজভাবে মেনে নেওয়া উচিৎ সকলের। নিজের বাবাকে বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, 'অনেক দিন ধরে বাবাকে ভালোবাসি আমি। প্রথম থেকে ওকেই পছন্দ করতাম। সম্প্রতি দুজন মিলেই ঠিক করি আমরা স্বামী-স্ত্রী হব।'
তবে আধুনিক সময়ের দোহাই দিয়ে এমন বেনজির বিয়েকে ওই দম্পতি সহজভাবে দেখার আরজি জানালেও বিতর্কের ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়। এক্স হ্যান্ডেলে এই বিয়ের ভিডিও শেয়ার করেছেন সমাজবাদী পার্টির নেতা জয় সিং যাদব। যেখানে পিতা ও কন্যার সম্পর্ককে কলুষিত করার অভিযোগে খড়্গহস্ত হয়েছেন নেটিজেনরা। বেশিরভাগ মানুষ দাবি করেছেন, 'প্রবিত্র সম্পর্ককে অপমান করার জন্য ওই মহিলাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিৎ।' কারও মতে, 'এই ঘটনা সামাজিক অবক্ষয়ের জ্বলন্ত উদাহরণ।'
তবে কেউ কেউ আবার এই ভিডিওকে ভুয়ো বলে দাবি করেছেন। তাঁদের দাবি, 'সোশাল মিডিয়ায় সস্তার প্রচার পেতে বাবাকে স্বামী হিসেবে পরিচয় দিচ্ছেন যুবতী। এমনটা করে এরা শুধু নিজেদের ছোট করছেন তাই নয়, বাবা ও মেয়ের সম্পর্ককে অপবিত্র করছেন।' সব মিলিয়ে সোশাল মিডিয়ায় এই ভিডিও ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে।