shono
Advertisement

পরীক্ষা পে চর্চায় বিপুল খরচ কেন্দ্রের, হিসাব প্রকাশ শিক্ষামন্ত্রীর

পাঁচ বছরের মধ্যে এই অনুষ্ঠানের খরচ দ্বিগুণ হয়েছে।
Posted: 01:33 PM Feb 07, 2023Updated: 01:33 PM Feb 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষা পে চর্চা (Pariksha Pe Charcha) অনুষ্ঠানের জন্য খরচ হয়েছে মোট ২৮ কোটি টাকা। কেন্দ্রের কাছে এই অনুষ্ঠান নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী (Education Minister) অন্নপূর্ণা দেবী এই পরিসংখ্যান প্রকাশ করেন। দেখা যাচ্ছে, গত পাঁচটি পরীক্ষা পে চর্চার জন্য মোট ২৮ কোটি টাকা খরচ করেছে কেন্দ্রীয় সরকার। দেশের সমস্ত পড়ুয়ার সঙ্গে পড়াশোনা ও পরীক্ষা নিয়ে আলোচনার জন্য প্রতি বছর এই অনুষ্ঠানে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ২০১৮ সাল থেকে শুরু হয় এই অনুষ্ঠান।

Advertisement

প্রতি বছর দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে পরীক্ষা পে চর্চার আয়োজন করা হয়। দেশের নানা প্রান্ত থেকে পড়ুয়ারা উপস্থিত হন এই অনুষ্ঠানে। তাঁদের সঙ্গে আলাপচারিতাও করেন প্রধানমন্ত্রী। তারপরেই পড়ুয়াদের উদ্দেশে বার্তা দেন তিনি। মূলত বোর্ড পরীক্ষার্থীদের উব্ধুদ্ধ করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁদের উদ্দেশেই বিশেষ বক্তৃতা দেন প্রধানমন্ত্রী। চলতি বছরে ২৭ জানুয়ারি এই অনুষ্ঠান হয়েছিল।

[আরও পড়ুন: মুখে কালো কাপড়, হাতে পোস্টার, আদানি ইস্যুতে দিল্লিতে একক প্রতিবাদে তৃণমূল]

লোকসভা অধিবেশনে শিক্ষামন্ত্রকের কাছে প্রশ্ন করা হয়, এই অনুষ্ঠানের জন্য কত খরচ করে কেন্দ্র সরকার। তার জবাবেই পরিসংখ্যান পেশ করেন শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী। তিনি জানান, গত পাঁচ বছরে মোট ২৮ কোটি টাকা খরচ হয়েছে পরীক্ষা পে চর্চার জন্য। তাঁর হিসাবে দেখা যাচ্ছে, প্রতি বছরেই বেড়েছে এই খরচের পরিমাণ। ২০১৮ সালের যা খরচ হয়েছিল, পাঁচ বছর পর ২০২২ সালে তার পরিমাণ দ্বিগুণেরও বেশি খরচ হয়েছে এই অনুষ্ঠানে।

৩.৬৭ কোটি টাকা খরচ করে প্রথমবারের জন্য পরীক্ষা পে চর্চার আয়োজন করা হয়। ২০১৯ সালে খরচের পরিমাণ দাঁড়ায় ৪.৯৩ কোটি। ২০২২ সালে খরচ হয়েছে ৮.৬১ কোটি টাকা। তবে কোন খাতে কত টাকা খরচ হয়েছে,তার বিস্তারিত হিসাব প্রকাশ করেনি কেন্দ্র। জানানো হয়েছে, সদ্যসমাপ্ত পরীক্ষা পে চর্চায় অংশ নিয়েছিলেন ৩৮ লক্ষ পড়ুয়া। গত বছরের তুলনায় ২৩ লক্ষ বেড়েছে অংশগ্রহণকারী পড়ুয়ার সংখ্যা।

[আরও পড়ুন: ধর্ষণে বাধা দেওয়ায় ‘শাস্তি’, নাবালিকাকে ২৯বার কুপিয়ে খুন, যুবককে মৃত্যুদণ্ড দিল আদালত]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement