shono
Advertisement

মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে ২১ দিনে ২৯টি শিশুর মৃত্যু, উঠছে গাফিলতির অভিযোগ

প্রশ্নের মুখে হাসপাতালের পরিষেবা৷ The post মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে ২১ দিনে ২৯টি শিশুর মৃত্যু, উঠছে গাফিলতির অভিযোগ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:59 PM Jul 22, 2018Updated: 03:29 PM Jul 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১ দিনে মধ্যপ্রদেশের গুনা হাসপাতালে ২৯টি সদ্যোজাতের মৃত্যু৷ মৃতদের পরিবারের দাবি, চিকিৎসার গাফিলতিতেই সদ্যোজাতগুলির মৃত্যু হয়েছে৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ খারিজ করে দিয়েছে৷ তাদের দাবি, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সদ্যোজাতগুলিকে৷ বাঁচার কোনও সম্ভাবনাও ছিল না তাদের৷ তা সত্ত্বেও হাসপাতালের স্পেশ্যাল নিউবর্ন কেয়ার ইউনিটে ভরতি নিয়ে চেষ্টা করা হয়৷ কিন্তু হাজার চেষ্টাতেও সফল হননি চিকিৎসকরা৷ মারা গিয়েছে প্রত্যেকেই৷

Advertisement

[শিশুমৃত্যুর অভিযোগে কাঠগড়ায় টাটা মেডিক্যাল কলেজ, শাস্তির দাবিতে সরব পরিবার]

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের গুনা জেলা হাসপাতালে ২১ দিনে ২৯টি শিশুর মৃত্যু হয়েছে৷ শেষ এক সপ্তাহে ৬টি শিশু মারা যায়৷ হাসপাতালের আরও এক চিকিৎসায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উড়িয়ে দেন৷ পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, ‘‘২১ জুলাই পর্যন্ত ২৯টি শিশুর মৃত্যু এমন কোনও বড় সংখ্যা নয়৷ কারণ শেষ তিন মাসে হাসপাতালে ৯৪৮ জন সদ্যোজাতর মধ্যে মাত্র ১১৮ জন শিশু মারা গিয়েছে৷ এর আগে এপ্রিল মাসে ২৬ জন, মে মাসে ৪৩ জন ও জুন মাসে ৪৯ জন শিশুর মৃত্যু হয়েছে৷’’ তাঁর আরও দাবি, ওই শিশুদের গুরুতর অবস্থায় নিয়ে আসা হয়েছিল৷ তারা চিকিৎসার সময়টুকুও পায়নি৷ অনেকের বাঁচার কোনও সম্ভাবনা ছিল না৷ তবে এত শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে৷

[গোরক্ষপুরে শিশুমৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ‘হিরো’ চিকিৎসক কাফিল খান]

গুনা হাসপাতালের একজন চিকিৎসক যখন দোষারোপ খণ্ডন করতে ব্যস্ত, তখন আরও এক চিকিৎসকের বয়ানে মাথাচাড়া দিয়েছে বিতর্ক৷ সম্প্রতি হাসপাতালেরই এক চিকিৎসক শিশুমৃত্যু নিয়ে মুখ খুলেছেন৷ তিনি স্বীকার করে নিয়েছেন, চিকিৎসায় গাফিলতির কারণে এতগুলি শিশুর মৃত্যু হয়েছে৷

[ফের হাসপাতালে অক্সিজেনের অভাবে শিশুমৃত্যু, নির্দেশ তদন্তের]

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মাত্র ২১ দিনে ২৯ জন সদ্যোজাতের মৃত্যুর ঘটনায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে৷ রাজ্য সরকারের তরফে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷

The post মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে ২১ দিনে ২৯টি শিশুর মৃত্যু, উঠছে গাফিলতির অভিযোগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement