শাহাজাদ হোসেন, ফরাক্কা: স্বাস্থ্যসাথীর ফর্ম জমা দেওয়ার লাইনে হুড়োহুড়ি। পদপিষ্ট বেশ কয়েকজন। তাঁদের মধ্যে ২ প্রৌঢ়া ও ১ বৃদ্ধা অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের ভরতি করা হয়েছে হাসপাতালে। ঘটনাটি মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জের।
রাজ্যবাসীর স্বার্থে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শুরু করেছে সরকার। নিজেদের এলাকায় ‘দুয়ারে সরকার’ শিবিরে গিয়ে নিজেদের সমস্ত অভাব-অভিযোগ জানাতে পারছেন আমজনতা। সেখানেই চলছে স্বাস্থ্যসাথী কার্ডের যাবতীয় কাজ। স্বাভাবিকভাবেই আর পাঁচটা জায়গার মতোই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের কালিতলা হাইস্কুলের ‘দুয়ারে সরকার’ শিবিরে বুধবার ভিড় হয়েছিল নজরে পড়ার মতো। বেলার দিকে ভিড় আয়ত্তের বাইরে চলে যেতেই হুলুস্থুলু পরিস্থিতি তৈরি হয়। শুরু হয় হুড়োহুড়ি। সেই সময় পদপিষ্ট হন বহু মানুষ। তাঁদের মধ্যে তিনজন, অঞ্জু বিবি, বিমল বেওয়া ও জরিনা বিবির চোট সব থেকে বেশি গুরুতর। ইতিমধ্যেই তাঁদের ভরতি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে তাঁদের।
[আরও পড়ুন: ‘জোয়ারে আসে, ভাটায় চলে যায়, কিছু যায় আসে না’, নাম না করে শুভেন্দুকে তোপ মমতার]
জানা গিয়েছে, আহত অঞ্জু বিবির বয়স ৫০। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের শিবপুরের সম্মতিনগরের বাসিন্দা তিনি। জখম বিমল বেওয়ার বয়স ৭২। বড়শিমুলের বাসিন্দা তিনি। বছর ৫৫-এর জরিনা বিবির বাড়ি পেয়ারাবাগানে। উল্লেখ্য, দুয়ারে কর্মসূচি ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে রাজ্যে। জেলায় জেলায় চলছে কাজ। সেখানে এহেন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত মানুষ। জানা গিয়েছে, ওই শিবিরের তরফে জানানো হয়েছে আগামীতে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে।