shono
Advertisement

চিনে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩৬

বাসের টায়ার ফাটার জেরে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। The post চিনে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩৬ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:41 PM Sep 29, 2019Updated: 02:41 PM Sep 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৩৬ জন। জখম হয়েছেন আরও ৩৬ জন। যার মধ্যে ৯ জনের অবস্থা খুব গুরুতর বলে জানা গিয়েছে। শনিবার ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে জিয়াংসু প্রদেশের ইকসিং শহর সংলগ্ন হাইওয়েতে। জখমদের হাসপাতালে ভরতি করা হয়েছে। এই ঘটনার জেরে বহুক্ষণ যান চলাচল বন্ধ থাকে ওই রাস্তায়।

Advertisement

[আরও পড়ুন: ক্ষমতার অপব্যবহার! তদন্তের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার জিয়াংসু প্রদেশের ইকসিং শহর সংলগ্ন চাংচুং-শেনচেন হাইওয়েতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উত্তরদিক থেকে বেশ দ্রুতগতিতে আসছিল যাত্রীবোঝাই একটি বাসটি। আচমকা একটি জায়গায় এসে রাস্তার মাঝে থাকা রেলিং ভেঙে উলটো দিকের লেনে ঢুকে পড়ে। সেই ওই লেন ধরে তিনজন যাত্রীকে নিয়ে আসছিল একটি ট্রাক। হঠাৎ করে চোখের সামনে যাত্রীবোঝাই বাস দেখেও গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারেনি ট্রাকটির চালক। ফলে চোখের পলক ফেলার আগেই ঘটে যায় ভয়াবহ ওই দুর্ঘটনা। সজোরে ট্রাকে এসে ধাক্কা মেরে দুমড়ে যায় বাসটি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসে থাকে যাত্রীদের অনেকের। পরে উদ্ধারকারী দলের সদস্যরা এসে বাকি যাত্রীদের উদ্ধার হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে আরও অনেকের মৃত্যু হয়।

[আরও পড়ুন: মোদি-ট্রাম্পের রথের ‘ঘোড়া’ ইমরান, কার্টুন প্রকাশ করে বিপাকে পাক পত্রিকা]

পুলিশ সূত্রে খবর, আচমকা বাসটি কী করে নিজের লেন ছেড়ে অন্য লেনে চলে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, চলন্ত অবস্থায় হঠাৎ সামনের একটি টায়ার ফেটে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বাসের চালক। এর ফলে রাস্তার রেলিং ভেঙে উলটো দিকের লেনে ঢুকে পড়ে সেটি। সেসময় উলটো দিক থেকে একটি ট্রাকও খুব দ্রুতগতিতে আসছিল। আচমকা চোখের সামনে বাসটিকে এসে পড়তে দেখে হতম্ভব হয়ে পড়েছিলেন ট্রাকটির চালক। এর ফলে দুর্ঘটনা ঠেকানোর কোনও সুযোগই পাননি তিনি।

The post চিনে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩৬ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement