shono
Advertisement
Narendra Modi

মোদির মুকুটে নয়া পালক! এবার কুয়েতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ভারতের প্রধানমন্ত্রীকে

এর আগে ক্লিন্টন, বুশের মতো রাষ্ট্রপ্রধানরা কুয়েতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেয়েছেন।
Published By: Kishore GhoshPosted: 04:33 PM Dec 22, 2024Updated: 05:15 PM Dec 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রীর মুকুটে নয়া পালক! এবার কুয়েতের সর্বোচ্চ সম্মান পেলেন নরেন্দ্র মোদি। 'দ্য অর্ডার অফ মুবারক আল কবীর' সম্মান দেওয়া হল তাঁকে। বিভিন্ন রাষ্ট্র প্রদত্ত ২০তম আন্তর্জাতিক সম্মান পেলেন মোদি। কুটনৈতিক বন্ধুত্বের বার্তাবহ ওই সম্মান সাধারণত রাষ্ট্রপ্রধানদের দেওয়া হয়। এর আগে বিল ক্লিন্টন, জর্জ বুশের মতো রাষ্ট্রপ্রধানদের কুয়েতের এই রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে।

Advertisement

দুদিনের সফরে শনিবার কুয়েতে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের দেশটিতে রাজকীয় অভ্যর্থনা পান নরেন্দ্র মোদি। কুয়েতের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকের আগে বায়ান প্রাসাদে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। এইসঙ্গে ভারতকে বন্ধুত্বের বার্তা দিয়ে 'দ্য অর্ডার অফ মুবারক আল কবীর' সম্মানে ভূষিত করা হল মোদিকে।

প্রসঙ্গত, শনিবার কুয়েতের মাটিতে পা রেখে সেখানে উপস্থিত ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এর পর ‘হালা মোদি’ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়ে মোদি বলেন, “মাত্র দুই ঘণ্টা হল আমি এখানে এসেছি। এখানে আসার পর আমায় যেভাবে অভ্যর্থনা জানানো হল তাতে আমি অভিভূত। আপনজনের ছোঁয়া পাচ্ছি এখানে। মনে হচ্ছে ছোট ভারতবর্ষ এসেছে।” প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারত থেকে কুয়েত আসতে ৪ ঘণ্টা মতো সময় লাগে। অথচ প্রধানমন্ত্রীর এখানে আসতে চার দশক সময় লেগে গেল।” উল্লেখ্য, ৪৩ বছর পর কুয়েতে পা রেখেছেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। শেষবার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে কুয়েত সফর করেন ইন্দিরা গান্ধী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুদিনের সফরে শনিবার কুয়েতে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী।
  • শনিবার কুয়েতের মাটিতে পা রেখে সেখানে উপস্থিত ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।
Advertisement