shono
Advertisement

রাতারাতি ৯০ ফুট লম্বা ব্রিজ চুরি মুম্বইয়ে! মাথায় হাত নির্মাণ সংস্থার

কীভাবে চুরি গেল ৬ হাজার কেজি ওজনের লোহার ব্রিজ?
Posted: 03:07 PM Jul 08, 2023Updated: 03:07 PM Jul 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুকুর চুরির মতোই ঘটনা! ৬ হাজার কেজি ওজনের আস্ত ব্রিজ চুরি হয়ে গেল মুম্বইয়ে (Mumbai)। মাথায় হাত নির্মাণ সংস্থার। পশ্চিম শহরতলিতে বিরাট নর্দমার উপরে স্থাপন করা হয়েছিল ৯০ ফুট লম্বা একটি অস্থায়ী লোহার সেতু। সেটিই নাকি রাতারাতি হাওয়া হয়ে গিয়েছে। ঘটনায় চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রশ্ন উঠছে, বিরাট ব্রিজ চুরি কীভাবে সম্ভব?

Advertisement

বাঙুর নগর থানা জানিয়েছে, পশ্চিম মালাডে তৈরি করা হয়েছিল ওই ব্রিজ। বড় নর্দমার এক পাশ থেকে আরেক পাশে বিপুল সংখ্যক হাই ভোল্টেজ বিদ্যুতের তার নিয়ে যাওয়ার জন্যই অস্থায়ী ব্রিজটি তৈরি করা হয়। মাস কয়েক আগে সেখানে নতুন স্থায়ী ব্রিজ তৈরি হলে অস্থায়ী ব্রিজটিকে অন্য জায়গায় সরানো হয়। গত ২৬ জুন নির্মাণকারী সংস্থার লোকেরা দেখেন, চুরি গেছে সেই ব্রিজ। পুলিশ অভিযোগ দায়ের করেন তাঁরা।

[আরও পড়ুন: হরিয়ানায় ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৮]

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শেষবার ৬ জুন ব্রিজটি যথাস্থানেই ছিল। তারপর কোথায় গেল? এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, ১১ জুন ব্রিজ চত্বরে একটি বড় গাড়ির আনাগোনা দেখা গিয়েছিল। তদন্তকারীরা জানতে পারেন, ওই গাড়িতে ছিল গ্যাস কাটার মেশিন। যার সাহায্যে মোটা লোহার পাত কাটা হয়েছিল। এর পরই অভিযুক্ত নির্মাণকারী সংস্থার এক কর্মী এবং তাঁর চার সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের জেরা করে ইতিমধ্যে চুরি যাওয়া ব্রিজ উদ্ধার করা হয়েছে। অবশ্য তার আর গোটা অবস্থায় নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার