সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দুশ্চিন্তা বাড়াচ্ছে রাজ্যের করোনা (Coronavirus) গ্রাফ। গত ২৪ ঘণ্টায় ফের বাংলায় সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা। তবে ধারাবাহিকতা বজায় রেখে সুস্থতার হারও বাড়ল খানিকটা।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়েছে কিছুটা। এদিন আক্রান্ত হয়েছেন ৪১২ জন। যার মধ্যে কলকাতায় আক্রান্ত ১০৫ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে ১১৫ জন সংক্রমিত। জেলাওয়াড়ি সংক্রমণের নিরিখে দক্ষিণবঙ্গের এই জেলা ছাপিয়ে গিয়েছে মহানগরীকে। রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৬৬ হাজার ৭৩ জন। সোমবারের তুলনায় মৃতের সংখ্যা বেড়েছে সামান্য। গতকাল রাজ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১১ জন। এখনও পর্যন্ত বাংলায় করোনার কাছে হার মেনেছেন ১০ হাজার ৭৪ জন।
[আরও পড়ুন: ‘শুভেন্দুু অধিকারীর মেয়াদ আর একমাস’, তোপ অনুব্রত মণ্ডলের]
তবে রাজ্যে সুস্থতার হার বৃদ্ধিতে কোনও ছেদ নেই। এখনও পর্যন্ত রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.০২ শতাংশ। একদিনে ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫১৩ জন। যা দৈনিক সংক্রমিতের তুলনায় অনেকটাই বেশি। বাংলায় মোট ৫ লক্ষ ৪৯ হাজার ২১৮ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। প্রথম দফায় দেশজুড়ে করোনার টিকাকরণ (Corona vaccination) শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আবার পৃথিবী আগের মতো ভাইরাস মুক্ত হয়ে যাওয়ার আশায় বুক বাঁধছেন রাজ্যবাসী। তবে এখনও কোভিড মোকাবিলায় কার্যত ব্রহ্মাস্ত্রের মতো কাজ করছেন নমুনা পরীক্ষা। একদিনে করোনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ৩৪ জনের। তার ফলে এখনও পর্যন্ত মোট ৭৬ লক্ষ ৯৬ হাজার ২৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৭.৩৬ শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের আইসোলেশনে রেখে চিকিৎসার বন্দোবস্তও করা হয়েছে। তার ফলে সংক্রমণের সম্ভাবনা কমেছে বেশ খানিকটা। সংক্রমণের গ্রাফ আগের তুলনায় যথেষ্ট নিম্নমুখী। তবে সাবধানতা অবলম্বন না করলে সমস্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা থাকছেই। তাই মাস্ক, স্যানিটাইজার ব্যবহার এবং শারীরিক দূরত্ববিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের।