দেবব্রত মণ্ডল, বারুইপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগই সত্যি। ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার! অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি এলাকার ভোটার তালিকায় উত্তরবঙ্গের বহু লোকের নাম। বিধানসভা ভোটের আগে এই কাণ্ড নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, তৃণমূলের অঙ্গুলিহেলনে এই ঘটনা ঘটেছে। পালটা তৃণমূলের দাবি, নির্বাচন কমিশন বিজেপি নিয়ন্ত্রিত। তাই তারাই তালিকায় ভূতুড়ে ভোটার ঢুকিয়েছে। সবমিলিয়ে তুঙ্গে চাপানউতোর।
গত পঞ্চায়েত নির্বাচনের সময় বারুইপুরের চম্পাহাটি বিধানসভার তালিকায় ১৮ হাজার ২০০ জন ভোটারের নাম ছিল। আচমকাই তা বেড়ে হয়েছে ২২ হাজার ৪০০ জন। অর্থাৎ প্রতি বুথে প্রায় ৩০০-৪০০ জন ভোটার বেড়েছে। তালিকায় যাদের নাম জুড়েছে তারা মুর্শিদাবাদ, মালদহ, শিলিগুড়ির লোকজন। এক-একটি ফোন নম্বরে রয়েছে ৪-৫ জনের নাম। পঞ্চায়েতের ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে গরমিল ধরা পড়েছে। বিডিও অফিসে জমা পড়েছে এই ভুতুড়ে ভোটার তালিকা।
উল্লেখ্য, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, “আমার কাছে খবর রয়েছে, স্থানীয়রা বলার পরও বহু এলাকায় বিএলও-রা ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম রেখে দিয়েছেন। অনেকে বহুদিন এলাকা থেকে অন্যত্র চলে গিয়েছেন। তাঁদেরও নাম রেখে দেওয়া হয়েছে।” সতর্ক করেছিলেন প্রশাসনিক কর্তাদেরও। মহারাষ্ট্র, দিল্লির ভোটের প্রসঙ্গ টেনে মমতার দাবি ছিল, কমিশনকে হাত করে ভোটার তালিকায় অনলাইনে নাম তুলেছে বিজেপি। এর আড়ালে বিহার-উত্তরপ্রদেশের লোকেদের নাম ঢুকিয়ে দিচ্ছে তালিকায়। মমতার দাবি যে শুধুমাত্র অভিযোগ ছিল না তা চম্পাহাটির ঘটনায় স্পষ্ট।
এ প্রসঙ্গে এদিন তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "আসল কারসাজি বিজেপির। ফিজিক্যাল ভেরিফিকেশন বন্ধ করে, ইসিকে সেটিং করে কেন্দ্রীয় এজেন্সি একটা নতুন মডিউলে বহিরাগতদের নাম তুলছে। তালিকায় নামন তোলার জন্য ফিজিক্যালি ভেরিফিকেশন বন্ধ করে দিয়েছে। অনলাইনে নাম তোলা চলছে। বিজেপি ইসির একাংশকে সেটিং করে এই বিপজ্জনক খেলা খেলছে।" তাঁর আরও দাবি, "রাজ্য সরকার, রাজ্য প্রশাসন এই চক্রান্তকে ধরে ফেলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সতর্ক থাকতে বলেছেন। যেখানে যতটা স্ক্রুটিনি করা যায়, করা হচ্ছে।" পালটা বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, "নাম তোলার কাজ করছে রাজ্যের অফিসাররা। যারা তৃণমূল সরকারের অধীনে। ভোটে জিততে তৃণমূলই ভুয়ো ভোটারের নাম ঢোকাচ্ছে তালিকায়।"