সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাকভোরে গুলির লড়াইয়ে কাঁপল জম্মু ও কাশ্মীর। বৃহস্পতিবার কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম হয়েছে ৫ জঙ্গি। সংঘর্ষে আহত ২ জওয়ান। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চলছে ব্যাপক তল্লাশি অভিযান।
আজ এক্স হ্যান্ডেলে ভারতীয় সেনা জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের কুলগামের কাদ্দের এলাকায় জেহাদিদের লুকিয়ে থাকার খবর মেলে গোয়েন্দা সূত্রে। এরপরই তাদের নাশকতার ছক ভেস্তে দিতে যৌথ অভিযানে নামে সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশ। গোটা এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। সন্দেহজনক জায়াগায় জঙ্গিদের গতিবিধি নজরে এলে গুলি চালানো শুরু করেন জওয়ানরা। পালটা তাঁদের উপর গুলিবর্ষণ করে লুকিয়ে থাকা জেহাদিরা। সেনাবাহিনীর এনকাউন্টারে খতম হয় তাদের মধ্যে ৫ জন। বাকিরা অন্য জায়গায় পালিয়ে যায়। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে জারি রয়েছে অভিযান। তবে জানা গিয়েছে, এই ঘটনায় আহত হয়েছেন ২ জওয়ান। হাসপাতালে চিকিৎসা চলছে তাদের।
কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরে সেনা অভিযানে শহিদ হয়েছিলেন ২ প্যারা স্পেশাল ফোর্সের নায়েব সুবেদার রাকেশ কুমার। উপত্যকার কিস্তওয়ার জেলার জঙ্গলাকীর্ণ ভার্ট রিজ এলাকায় দুই জঙ্গি আত্মগোপন করে রয়েছে, খবর পেয়ে অভিযান চালায় সেনা। নির্জন জঙ্গলে কয়েক কিলোমিটার ভিতরে ঢুকতেই দুই গ্রামরক্ষী নাজির আহমেদ এবং কুলদীপ কুমারের দেহ দেখতে পান জওয়ানরা। দুজনের দেহ উদ্ধার করে সেনা। এরপরই জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হন চার জওয়ান।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ৩ দফায় ভোটগ্রহণ হয় জম্মু ও কাশ্মীরে। ফল ঘোষণা হয় ৪ অক্টোবর। মুখ্যমন্ত্রী পদে শপথ নেন ওমর আবদুল্লা। এর আগে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি উপত্যকার মুখ্যমন্ত্রী ছিলেন। তবে তখন তা ছিল রাজ্য। ২০১৯ সালে ৩৭০ ধারার অবলুপ্তির পর তা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। আর এই ৩৭০ ধারা বাতিলের পর থেকেই উত্তেজনা তৈরির চেষ্টা করছে পাকিস্তান বলে অভিযোগ গোয়েন্দা সংস্থাগুলোর। ভারতে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে নাশকতার চেষ্টা করছে তারা। সম্প্রতি এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর সন্ত্রাসবাদী হামলার লঞ্চপ্যাডগুলো সক্রিয় করেছে পাক সেনা। সেখান থেকে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে।