সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগে একটি আন্তর্জাতিক সংস্থা দাবি করেছিল মোদি জমানায় সুইস ব্যাংকে ভারতীয়দের লগ্নির পরিমাণ বেড়েছে ৫০ শতাংশ। ওই রিপোর্টে দাবি করা হয়েছিল গত ৪ বছরে প্রায় ৭ হাজার কোটি ভারতীয় টাকা নতুন করে জমা পড়েছে সুইস ব্যাংকে। সেই দাবি নাকচ করেদিলেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। সংসদে বিবৃতি দিয়ে গোয়েল দাবি করলেন, ভারতীয়দের লগ্নি তো বাড়েইনি বরং গত চারবছরে বেশ খানিকটা কমেছে।
[ভারতীয়দের কালো টাকা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনতে নারাজ অর্থমন্ত্রক]
মঙ্গলবার সংসদে অর্থমন্ত্রী পীযূষ গোয়েল দাবি করলেন সুইস ব্যাংকে ভারতীয়দের মোট কত টাকা জমা রয়েছে তা এখনও ঘোষিত নয়। বরং, ২০১৬-১৭ অর্থবর্ষের তুলনায় ২০১৭-১৮ অর্থবর্ষে সুইস ব্যাংকে ভারতীয়দের জমা দেওয়ার টাকার পরিমাণ অন্তত ৩৪ শতাংশ কমেছে। বৃদ্ধির যে দাবি বিরোধীরা করছিল তা পুরোপুরি ভুল।
[হোয়াটসঅ্যাপেই জানা যাবে লাইভ আপডেট, নয়া পরিষেবা ভারতীয় রেলের]
গোয়েলের দাবি সুইস ব্যাংকে ভারতীয়দের লগ্নি বাড়েনি। গোয়েলের দাবি, ব্যাংকের তথ্য অনুযায়ী ভারতে সুইস ব্যাংকের মোট লেনদেন ৫০ শতাংশ বেড়েছিল। যার মধ্যে অনলাইন লেনদেন, টাকা জমা, ঋণ দেওয়া নেওয়া সবকিছুই রয়েছে। অথচ বিরোধীরা এটাকে কালো টাকা বৃদ্ধি বলে চালানোর চেষ্টা করছিল।
গোয়েলের দাবি, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বিষয়টির গুরুত্ব না বুঝে অভিযোগ করেন। শুধু এই ক্ষেত্রে নয় আরও অনেক ক্ষেত্রেই একই আচরণ করেছেন রাহুল।
The post সুইস ব্যাংকে ৫০ শতাংশ কালো টাকা বৃদ্ধির অভিযোগ ভুল, দাবি পীযূষ গোয়েলের appeared first on Sangbad Pratidin.