সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডায় (Canada) খনিকর্মীদের নিয়ে যাওয়ার সময় ভেঙে পড়ল একটি বিমান। মঙ্গলবারের ওই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
জানা গিয়েছে, ছোট বিমানটি উত্তরপশ্চিমের প্রান্তিক এক হিরের খনিতে যাচ্ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই সেটি ভেঙে পড়ে ফোর্ট স্মিথের কাছে। ডিয়াভিক হিরের খনিতে যাওয়ার সময় স্লেভ নদীর কাছে আচমকাই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্র্য়াফিকের। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।
[আরও পড়ুন: ১৬ এপ্রিল লোকসভা নির্বাচন? কমিশনের ‘নোটে’ জল্পনা তুঙ্গে]
বিমানটির মালিকানাধীন সংস্থা নর্থওয়েস্টার্ন এয়ার লিজের তরফে জানানো হয়েছে, দুই ধরনের ব্রিটিশ এরোস্পেস জেটস্ট্রিম মডেলের বিমান রয়েছে তাদের। দুই বিমানেই যাত্রী নেওয়ার ক্ষমতা ১৯। এমনই এক বিমান এভাবে ভেঙে পড়ায় সংস্থার তরফে শোকপ্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয়েছে। এদিকে কানাডার পরিবহণ সুরক্ষা বোর্ড জানিয়েছে, তাদের তরফে তদন্তকারীদের একটি দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে।