সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটে (Gujarat) চোখে ছানি অপারেশন করাতে গিয়ে ফের দৃষ্টিহীন হয়ে যাওয়ার অভিযোগ তুললেন সাত রোগী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাটের পাটান জেলার হাসপাতালে। এই নিয়ে এক মাসের মধ্যে রাজ্যে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল।
অভিযোগকারীদের অধিকাংশের বক্তব্য, তাঁদের কেউ কেউ চোখে একদমই দেখতে পাচ্ছেন না। কারও দাবি, আংশিকভাবে দৃষ্টি হারিয়েছেন তাঁরা। বিতর্কের সূত্রপাত হতেই হাসপাতাল কর্তৃপক্ষ সাফাইয়ে জানাচ্ছে, কয়েকজন রোগীর চোখে সংক্রমণের জন্য একটু জটিলতা দেখা দিয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী হৃষিকেশ প্যাটেল। উল্লেখ্য, গত মাসেও গুজরাটের আমেদাবাদের মণ্ডল গ্রামে ছানি অপারেশন করতে গিয়ে ১৭ জন বয়স্ক দৃষ্টিশক্তি হারান বলে অভিযোগ।
[আরও পড়ুন: প্রিয় মানুষকে প্রমিস করার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৬টি বিষয়]
গত ২ ফেব্রুয়ারি রাধানপুরে সর্বোদয় চক্ষু হাসপাতালে ১৩ জনের ছানি অপারেশন হয়েছিল। হাসপাতালটির ট্রাস্টি ভারতী ভাকারিয়া জানান, সাত জনের মধ্যে পাঁচজনকে আমেদাবাদের সিভিল হাসপাতালের চক্ষু বিভাগে স্থানান্তর করা হয়েছে। দুজনকে ভর্তি করা হয়েছে মেহসেনা জেলার একটি হাসপাতালে। তাঁর দাবি, তাঁদের হাসপাতালের অপারেশন থিয়েটার যথেষ্ট ভালো আছে। তদন্তে নেমে সরকারি হাসপাতালের চিকিৎসকরা এসে পর্যবেক্ষণের পাশাপাশি নমুনাও নিয়ে গিয়েছেন।