সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশে। গাড়ির সঙ্গে সংঘর্ষের জেরে যাত্রী-সহ খাদে আছড়ে পড়ল বাস। রবিবার এই দুর্ঘটনা ঘটেছে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে। দুর্ঘটনার জেরে ৭ জন যাত্রীর মৃত্যুর পাশাপাশি আহত হয়েছে আরও ২৫ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে রবিবার ভোরে যাত্রীবাহী বাসটি রায়বরেলি থেকে দিল্লির দিকে যাচ্ছিল। সেই সময় ভুল লেন থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাসটির। ওই অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ ফুট গভীর খাদে আছড়ে পড়ে বাসটি। ঘটনার জেরে বাসে থাকা ৪ জন যাত্রী প্রাণ হারান। পাশাপাশি গাড়িতে থাকা একই পরিবারের ৩ সদস্যের মৃত্যু হয়। জানা গিয়েছে, গাড়িটি রাজস্থান থেকে কনৌজের তালগ্রামের দিকে যাচ্ছিল।
[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলা: ‘কোনও অতিরিক্ত নিয়োগ হয়নি’, শীর্ষ আদালতে জানাল WBBSE]
এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সারারাত গাড়ি চালিয়ে ক্লান্ত ছিলেন গাড়ির চালক। ওই অবস্থায় কোনওভাবে তিনি ঘুমিয়ে পড়তে পারেন। তার ফলেই ভুল লেনে ঢুকে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। অন্যদিকে, ওই বাসের এক যাত্রীর দাবি বাস চালানোর সময় মাঝে মাঝেই মোবাইলে ব্যস্ত হয়ে পড়ছিলেন বাস চালক। যাত্রীরা বার বার বারণ করলেও সে কথা কানে তোলেননি চালক। যাত্রীদের দাবি বাস চালকের ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে।
[আরও পড়ুন: নির্যাতিতার DNA টেস্টের দাবি অখিলেশের, অযোধ্যা গণধর্ষণ কাণ্ডে আরও চাপে সপা]
এদিকে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি ঠিক কী কারণে এই দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ৪ বাস যাত্রীর মধ্যে একজনের পরিচয় জানা গেলেও বাকি ৩ জনের পরিচয় জানার চেষ্টা করছে প্রশাসন।