সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে শুক্রবার জোড়া বিস্ফোরণে মৃত অন্তত ১০, আহত ৪০। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পাক সংবাদমাধ্যমের। তালিবানিদের প্রতি সহানুভূতিশীল জঙ্গি গোষ্ঠী জামাতুল আহরার হামলার দায় স্বীকার করেছে বলে খবর। এদিন আদালত চত্বরে ফিদায়েঁ হামলা হয়েছে বলে জানিয়েছে পাক পুলিশ।
সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি আদালতে প্রথম বিস্ফোরণটি ঘটে। ঘণ্টাখানেকের ব্যবধানে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে সামান্য দূরে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের মর্দান শহরের উদ্ধারকারী দলের মুখ্য আধিকারিক হরিস হাবিব জানিয়েছেন, প্রথম বিস্ফোরণের তুলনায় দ্বিতীয় বিস্ফোরণের তীব্রতা বেশি ছিল। বিস্ফোরণের পর প্রদেশ জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
The post পাকিস্তানে জোড়া বিস্ফোরণে মৃত ১০ appeared first on Sangbad Pratidin.