সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনার খনির দখল নিতে গুলির লড়াই। লাগাতার বিস্ফোরণ। রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেল অন্তত ৯ জনের। গুরুতর জখম আরও ১৫ জন। শনিবার সংঘর্ষের কথা স্বীকার করে নিয়েছে লাতিন আমেরিকার দেশ পেরু (Peru) প্রশাসন।
পেরুর পডেরোসা সোনার খনিতে হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী। আধুনিক আগ্নেয়াস্ত্রের পাশাপাশি তাদের কাছে প্রচুর বিস্ফোরক ছিল বলেও খবর। বোমা ছুড়তে ছুড়তেই তাঁরা খনির শ্যাফ্ট দিয়ে খনিগর্বে ঢুকে পড়ে। নিরাপত্তারক্ষীরা চেষ্টা করেও পরিস্থিতির মোকাবিলা করতে পারেননি। খনিগর্বে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে তারা। তাতেই প্রাণ যায় ৯ জনের। এদিকে ৪ জনকে পণবন্দি করে হামলাকারীরা। তাদের বাধা দিতে গিয়ে জখম হন অন্তত ১৫ জন।
[আরও পড়ুন: চার রাজ্যের রায় Live Update: প্রাথমিক ট্রেন্ডে মধ্যপ্রদেশে এগিয়ে বিজেপি, তেলেঙ্গানা-ছত্তিশগড়ে কংগ্রেস]
যদিও সুকৌশনে পরিস্থিতি সামাল দেন পেরুর পুলিশ আধিকারিকরা। কয়েক ঘণ্টার মধ্যেই খনির দখল নেয় তারা। ৭ হামলাকারীকে বন্দি করা হয়েছে বলেই পুলিশ জানিয়েছে। প্রচুর অস্ত্রও বাজেয়াপ্ত করা হয়।
প্রসঙ্গত, গত বছর লাতিন আমেরিকার দেশটির বামপন্থী প্রেসিডেন্ট পেড্রো ক্যাসটিল্লোকে ইমপিচ করা হয়। এর প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন শুরু হয়। খনিগুলিতে হামলা চলছিল সেই সময়। তবে সেই পরিস্থিতি সামলা দিয়েছিল প্রশাসন। এর মধ্যে নতুন করে খনিতে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।