shono
Advertisement

বেঙ্গালুরুতে গণধর্ষণের শিকার বাংলার তরুণী, গ্রেপ্তার জাতীয় স্তরের ৪ সাঁতারু

ডেটিং অ্যাপের মাধ্যমে এক অভিযুক্তের সঙ্গে আলাপ হয়েছিল ওই তরুণীর।
Posted: 10:26 AM Mar 31, 2022Updated: 11:14 AM Mar 31, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্যে নার্সের (Nurse) চাকরি করতে গিয়ে বিপত্তি। বেঙ্গালুরুতে গণধর্ষণের শিকার বাংলার তরুণী। এই ঘটনায় জাতীয় স্তরের চার সাঁতারুকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতার মেডিক্যাল টেস্টও করা হয়েছে।

Advertisement

বাংলার তরুণী বেঙ্গালুরুতে নার্সের চাকরি করেন। একাই থাকেন ভিনরাজ্যে। ডেটিং অ্যাপের মাধ্যমে রজত নামে এক সাঁতারুর সঙ্গে আলাপ হয় তাঁর। ওই যুবক গত ২৪ মার্চ তরুণীকে তার বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ জানায়। আমন্ত্রণ ফেরাতে পারেননি তরুণী। তিনি রজতের বাড়িতে যান। তরুণীর দাবি, সেই সময় ওই বাড়িতে রজত ছাড়াও ছিল আরও তিন যুবক। একে একে তারা সকলেই তরুণীকে ধর্ষণ (Rape) করে। সারারাত ওই বাড়িতেই থাকেন তিনি। এরপর কোনওক্রমে ফোনের মাধ্যমে এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন সেই তরুণী। ওই বন্ধুই তাঁকে উদ্ধার করেন। এরপর সঞ্জয়নগর থানায় যান নির্যাতিতা। সেখানেই অভিযোগ দায়ের করেন।

[আরও পড়ুন: অভিযোগ জানিয়ে লাভ হয়নি, হারানো লাগেজ উদ্ধারে Indigo’র ওয়েবসাইট হ্যাক যুবকের]

তরুণীর অভিযোগ পাওয়ামাত্রই নড়েচড়ে বসে পুলিশ। নির্যাতিতার মেডিক্যাল টেস্ট (Medical Test) করানো হয়। ওই রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে। একটি বিশেষ টিম গঠন করে পুলিশ। একে একে চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল রজত, শিব রানা, দেব সারোহা এবং যোগেশ কুমার।

পুলিশ সূত্রে খবর, একটি ডেটিং অ্যাপের (Dating App) মাধ্যমে রজতের সঙ্গে তরুণীর সম্পর্ক তৈরি হয়। সেই সুবাদেই বাড়িতে ডেকে গণধর্ষণের পরিকল্পনা করে সে। গণধর্ষণের পর রজত অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। বাসাভনগুড়ি থেকে একজন এবং বাকি দু’জনকে চিকপেট থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ডি-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

[আরও পড়ুন: দেওরের সঙ্গে পরকীয়ায় জড়িয়েও সম্পর্ক ভাঙতে চান বউদি, অভিমানে আত্মঘাতী যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement