সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শেষ দিনে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন আমাজন, সুইগি, জোমাটো, জেপ্টো, ফ্লিপকার্ট, ব্লিঙ্কিটের মতো ডেলিভারি অ্যাপের কর্মীরা। এই পরিস্থিতিতে দিল্লির পুরনো রাজেন্দ্র নগর এলাকায় আন্দোলনরত গিগ কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করলেন আম আদমি পার্টির (আপ) রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। তাঁদের আন্দোলনকে তিনি ‘বৈধ’ এবং ‘ন্যায্য’ বলে আখ্যা দিয়েছেন। আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাতের পর তিনি সেই ছবিও তাঁর সমাজমাধ্যমে পোস্ট করেছেন।
রাঘব তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘বছরের শেষ দিনের বিকেল গিগ কর্মীদের সঙ্গে কাটালাম। এই প্রতিবাদ কোনও বাধা তৈরি করার জন্য ছিল না। বরং তাঁদের কথা শোনার জন্য ছিল। আমি এই প্রতিবাদকে পূর্ণ সমর্থন করছি। আশা করছি, ব্লিঙ্কিট, জেপ্টো, সুইগি, জোমাটো ইত্যাদি সংস্থা এই গিগি কর্মীদের কথা শুনবে এবং তাঁদের পাশে দাঁড়াবে।’
ঠিক কোন কোন দাবিতে ধর্মঘটের পথে গিগ কর্মীরা? যার মধ্যে অন্যতম কম মজুরি। এছাড়াও রয়েছে ‘কুইক সার্ভিস’ নিয়ে আপত্তি। তাঁদের দাবি, মিনিট দশেকের মধ্যে পণ্য পৌঁছে দেওয়ার দ্রুততায় বহু সময় প্রাণ হারান কর্মীরা। আবার ডেলিভারি দিতে একটু দেরি হলেই দিতে হয় কড়া জরিমানা। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ, নিরাপত্তাহীন কাজের পরিবেশ, সামাজিক সুরক্ষার অভাবের মতো বিষয়ও রয়েছে। শ্রমিকরা বলছেন, গিগ অর্থনীতির পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে থাকায় প্ল্যাটফর্ম কোম্পানিগুলির ওপর চাপ বাড়াতেই বারবার ধর্মঘট ডাকতে হচ্ছে। তাঁদের দাবি, কারণ না দর্শিয়ে ছাঁটাই করা যাবে না। কর্মীদের পিএফ ও বিমার সুবিধা দিতে হবে। এর আগে ২৫ ডিসেম্বরও ধর্মঘট ডাকা হয়েছিল।
