shono
Advertisement
Madhya Pradesh

সাতজনের মৃত্যুই দূষিত পানীয় জলে নয়! ভুল স্বীকার করেও বিতর্কে কৈলাস বিজয়বর্গী

ভাঙলেন, তবু মচকালেন না সেই কৈলাস বিজয়বর্গী।
Published By: Saurav NandiPosted: 07:04 PM Dec 31, 2025Updated: 07:04 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাঙলেন, তবু মচকালেন না! ভুল স্বীকার করলেন বটে। কিন্তু পুরোপুরি করতে পারলেন না। ইন্দোরে পুরসভার পানীয় জলে বিষক্রিয়া থেকে মৃত্যুর কথা স্বীকার করলেও, মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গী দাবি করলেন, সকলের মৃত্যুই বিষক্রিয়ায় হয়নি। কারও কারও স্বাভাবিক মৃত্যুও হয়েছে। যা নিয়ে স্বাভাবিক ভাবেই বিতর্কে জড়িয়েছেন একদা পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় থাকা কৈলাস।

Advertisement

পুরসভার দূষিত পানীয় জল খেয়ে সাত জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে ইন্দোরে। হাসপাতালেও ভর্তি শহরের শতাধিক বাসিন্দা। সাত জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইন্দোরের মেয়র মেয়র পুষ্যমিত্র ভার্গবই। তিনিই বলেছেন, "সরকারি ভাবে তিন জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। তবে আমরা আরও চার জনের মৃত্যুর খবর পেয়েছি।" কিন্তু কৈলাসের বক্তব্য ভিন্ন। তিনি বলেন, "এই বিষয়টা নিয়ে এখনই কিছু বলতে চাই না। কারণ, কিছু মানুষের স্বাভাবিক মৃত্যুই হয়েছে। আবার কিছু মানুষের মৃত্যু সত্যিই দূষিত পানীয় জলের কারণে।"

তবে গোটা ঘটনার জন্য ভুল স্বীকার করেছেন মন্ত্রী। মেনে নিয়েছেন, কিছু সরকারি আধিকারিকের কর্তব্যে গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। তাঁর কথায়, "ভুল হয়েছে। তবে এই মুহূর্তে সকলেই যাতে দ্রুত সুস্থ হয়ে যান, সেটা নিশ্চিত করতে হবে আমাদের। এই সব বিষয় নিয়ে আলোচনা না করে একটা ইতিবাচক পরিবেশ তৈরি করতে হবে। যাঁরা এই ঘটনার জন্য দায়ী, তাঁদের কাউকে ছাড়া হবে না।"

প্রসঙ্গত, ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ছিলেন কৈলাস। দাবি করেছিলেন, দু’শোর বেশি আসন নিয়ে ক্ষমতা দখল করবে বিজেপি। কিন্তু নীলবাড়ির লড়াইয়ে একশো আসনও পায়নি নরেন্দ্র মোদী-অমিত শাহের দল। যদিও কৈলাসের ‘পর্যবেক্ষণেই’ বিজেপির আসন ৩ থেকে বেড়ে ৭৭ হয়েছিল। পরে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে সরে গিয়ে নিজের রাজ্যে ফিরে যান কৈলাস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভাঙলেন, তবু মচকালেন না! ভুল স্বীকার করলেন বটে। কিন্তু পুরোপুরি করতে পারলেন না।
  • ইন্দোরে পুরসভার পানীয় জলে বিষক্রিয়া থেকে মৃত্যুর কথা স্বীকার করলেও, মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গী দাবি করলেন, সকলের মৃত্যুই বিষক্রিয়ায় হয়নি। কারও কারও স্বাভাবিক মৃত্যুও হয়েছে।
  • যা নিয়ে স্বাভাবিক ভাবেই বিতর্কে জড়িয়েছেন একদা পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় থাকা কৈলাস।
Advertisement