সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্যান্য দিনের মতো রবিবারও বাড়ির কাজকর্ম করতে করতে নরেন্দ্র ভাসভার হঠাৎই চোখ যায় পাশের বাড়ির দিকে৷ আর সেদিকে তাকাতেই চমকে ওঠেন তিনি৷ বাড়ির মধ্যে থেকে এমন ভয়ঙ্কর কিছু দেখতে পাবেন, তা তিনি স্বপ্নেও ভাবেননি৷ কী দেখলেন? একটি মস্ত বড় কুমির প্রতিবেশির বাড়ির স্নানঘরের ভিতর ঢুকে শুয়ে রয়েছে৷
শিউরে ওঠার মতোই ঘটনা! ভদোদরার জয়নারায়ণ নগরের কলোনির বাসিন্দা নরেন্দ্র জানান, আচমকা তাঁর প্রতিবেশি সুমিত্রা প্যাটেলের বাড়িতে কুমির দেখে তাজ্জব হয়ে যান তিনি৷ স্নানঘরে কুমির! ঠিক দেখলেন তো? প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি৷ কারণ এর আগে এই এলাকায় কখনও এমন ঘটনা ঘটেনি৷ ভয় আর কৌতূহল সামলে নিয়ে দমকলকে খবর দেন নরেন্দ্র৷ বনকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল৷ কুমিরটি উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা৷
পশুপ্রেমী রাকেশ ভাধওয়ানা বলেন, “কলোনির কাছেই জল নিকাশের জন্য চওড়া নর্দমা রয়েছে৷ সেখান থেকেই হয়তো কোনওভাবে কুমিরটি এসেছে৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ কুমির উদ্ধার দেখতে ভিড় জমান স্থানীয়রা৷ নিরাপত্তা নিয়ে চিন্তায় মাথায় হাত এলাকাবাসীর৷ উল্লেখ্য, গত শনিবারই ভদোদরার হারনি এলাকার কলোনি থেকে একটি সাড়ে তিন ফুটের কুমির উদ্ধার করা হয়েছিল৷