shono
Advertisement

আত্মহত্যা নাকি খুন? রেল আবাসনে বাবা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য

কর্মসূত্রে মালদহে থাকলেও, নিহতেরা পাটনার আদি বাসিন্দা।
Posted: 04:38 PM May 26, 2023Updated: 04:38 PM May 26, 2023

বাবুল হক, মালদহ: রেলের আবাসনে বাবা ও মেয়ের রহস্যমৃত্যু। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মঘাতী হয়েছেন তাঁরা। তবে কী কারণে এই সিদ্ধান্ত, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মালদহের ঝলঝলিয়া রেল কলোনী এলাকায় তীব্র চাঞ্চল্য।

Advertisement

মৃতেরা হলেন শম্ভুনাথ চৌধুরী এবং তাঁর মেয়ে শলি কিরণ। শম্ভুনাথ মালদহ স্টেশনে কর্মরত ছিলেন। তাঁদের বাড়ি পাটনার দানবপুর। সপরিবারে চাকরি সূত্রে মালদহের ঝলঝলিয়া এলাকায় রেল কলোনিতে সপরিবারে থাকতেন শম্ভুনাথ। পাঁচদিন আগে শম্ভুনাথ চৌধুরীর ছোট মেয়ে এবং স্ত্রী পাটনায় এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। বাড়িতে ছিলেন শম্ভুনাথ এবং তাঁর বড় মেয়ে।

[আরও পড়ুন: প্রকাশিত রাজ্য জয়েন্টের ফলাফল, প্রথম দশে অধিকাংশই CBSE ছাত্রছাত্রী]

শুক্রবার সকালে বাড়ি ফেরেন স্ত্রী ও ছোট মেয়ে। তাঁরা দু’জনে শম্ভুবাবু এবং বড় মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান। দেখেই কার্যত আঁতকে ওঠেন দু’জনে। চিৎকার শুনে অন্যান্য আবাসিকরা দৌড়ে আসেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ এবং ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মঘাতী হয়েছেন তাঁরা। তবে কী কারণে চরম পদক্ষেপ নিলেন দু’জনে, তা স্পষ্ট নয়।

[আরও পড়ুন: ভাড়া নেওয়ার পরদিনই বাড়ি থেকে উদ্ধার বধূর দেহ, পলাতক স্বামী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement