অর্ণব আইচ: খেলতে খেলতে রেল লাইনের ধারের রেলিংয়ে দুটি লোহার রডের মাঝে মাথা আটকে মৃত্যু হল খুদের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উল্টোডাঙার বাসন্তী কলোনি এলাকায়। ঘটনার জেরে শোকের ছায়া পরিবারে।
জানা গিয়েছে, মৃত শিশুর বয়স ৭ বছর। বিধাননগর রোড স্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম সংলগ্ন বাসন্তী কলোনির বাসিন্দা ছিল ওই খুদে। স্বাভাবিকভাবেই রেল লাইনের আশেপাশে বন্ধুদের সঙ্গে খেলাধুলো করত সে। বুধবারও তার অন্যথা হয়নি। দুপুরে বাড়ির বাইরে খেলছিল সে। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও সে ঘরে আসেনি। এরপর তার মা বাইরে বেরিয়ে দেখতে পান রেললাইনের রেলিংয়ে দুটি লোহার রডের মাঝে আটকে গিয়েছে ওই শিশুটির মাথা। বের করার আপ্রাণ চেষ্টা করে খুদে। অন্যান্যরাও টেনে বের করার চেষ্টা করেন। কিন্তু কোনও লাভ হয়নি।
[আরও পড়ুন: মাদককাণ্ডে অভিযুক্ত পামেলা গোস্বামীর সঙ্গে একফ্রেমে দ্রৌপদী-শুভেন্দু, তুঙ্গে বিতর্ক]
এরপর রেলিংয়ের রড কেটে ওই খুদেকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে অচৈতন্য হয়ে পড়েছে সে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা খুদেকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। গতকালই শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই খবর।