shono
Advertisement

বাঙুরের পর এবার এসএসকেএম, শৌচাগার থেকে উদ্ধার রোগীর ঝুলন্ত দেহ

খুন নাকি আত্মহত্যা ধন্দে পুলিশ৷ The post বাঙুরের পর এবার এসএসকেএম, শৌচাগার থেকে উদ্ধার রোগীর ঝুলন্ত দেহ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:55 PM Jul 15, 2019Updated: 03:01 PM Jul 15, 2019

গৌতম ব্রহ্ম: বাঙুরের পর আরও এক সরকারি হাসপাতালে রোগীর রহস্যমৃত্যু৷ এবং সেই ঘটনাকে কেন্দ্র সোমবার সকাল থেকে উত্তেজনা ছড়াল এসএসকেএম হাসপাতলে৷ সূত্রের খবর, হাসপাতালের একটি ওয়ার্ডের শৌচাগার থেকে এদিন সকালে উদ্ধার হয় এক রোগীর ঝুলন্ত দেহ৷ মৃতের নাম কার্তিক মিস্ত্রি, বাড়ি সোনারপুরে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ আত্মহত্যা নাকি খুন করা হয়েছে তাঁকে, বিষয়টির তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ৷

Advertisement

[ আরও পড়ুন: সরু কবজিই কাড়ল প্রাণ! সজল কাঞ্জিলালের মৃত্যুর ঘটনায় দাবি মেট্রো কর্তৃপক্ষের ]

হাসপাতাল সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতলে ভরতি ছিলেন ওই রোগী৷ সোমবার সকালে শৌচাগারে যান তিনি৷ দীর্ঘক্ষণ হয়ে গেলেও তিনি বাইরে আসেননি৷ বিষয়টি হাসপাতালের নিরাপত্তারক্ষীদের জানান অন্যান্য রোগীরা৷ এরপর নিরাপত্তারক্ষীরা এসে তাঁকে অনেক ডাকাডাকি করেন৷ কিন্তু শৌচাগারের ভিতর থেকে কার্তিকবাবুর কোনও শব্দ না পেয়ে, তাঁরাই হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশদের খবর দেন৷ জানা গিয়েছে, এরপর পুলিশ এসে শৌচাগারের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় কার্তিকবাবুকে দেখতে পান৷ এবং তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে৷ মানসিক অবসাদে আত্মহত্যা নাকি তাঁকে খুন করা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে৷ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ওই রোগীর মৃতদেহ৷ সেই রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে৷ তবে হাসপাতালের মধ্যে এই রহস্যমৃত্যু, অন্যান্য রোগীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে৷ সকলের নজর এড়িয়ে কীভাবে ওই ব্যক্তি দীর্ঘক্ষণ শৌচাগারে থাকতে পারলেন, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন৷ প্রসঙ্গত, দিন কয়েক আগে বাঙুর হাসপাতালের শৌচাগার থেকেও এক ব্যক্তির গলায় গামছার ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার হয়৷ মানসিক অবসাদেই মৃত্যু হয়েছে তাঁর, এমনটাই জানায় পরিবার৷ সেক্ষেত্রে রোগীর আত্মহত্যার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেন তাঁরা৷

[ আরও পড়ুন: লক্ষ্য রাজীব-সিবিআই মামলার দ্রুত নিষ্পত্তি, বুধবার থেকে রোজ শুনানি হাই কোর্টে ]

The post বাঙুরের পর এবার এসএসকেএম, শৌচাগার থেকে উদ্ধার রোগীর ঝুলন্ত দেহ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement