shono
Advertisement

স্বামীর সঙ্গে অশান্তির জের, ৪ সন্তানকে ড্রামে ভরে শ্বাসরুদ্ধ করে খুন, আত্মঘাতী তরুণীও

মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Posted: 02:26 PM Jun 04, 2023Updated: 02:26 PM Jun 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর সঙ্গে অশান্তির জেরে ৪ সন্তানকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক তরুণী। পুলিশ জানিয়েছে, শস্য রাখার বড় ড্রামে সন্তানদের জোর করে ঢুকিয়ে মুখ আটকে দেন তরুণী। তাতেই মৃত্যু হয় তাদের। এর পর নিজেও চরম পথ বেছে নেন। রাজস্থানের (Rjasthan) এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন না তরুণীর স্বামী। মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। স্বামী এবং পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবারের ঘটনাটি রাজস্থানের বারমের জেলার একটি গ্রামের। বেশ কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। দম্পতির চার সন্তান রয়েছে। শনিবার কর্মসূত্রে যোধপুরে ছিলেন তরুণীর স্বামী জেঠরাম। এদিন সন্ধ্যায় শস্য রাখার বড় ড্রামে চার সন্তানকে জোর করে ঢুকিয়ে মুখ আটকে দেন তরুণী। এতেই মৃত্যু হয় ভাবনা (৮), বিক্রম (৫), বিমলা (৫) এবং মণীষার (২)। এর পর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তরুণীও।

[আরও পড়ুন: পরিচয় গোপন করে শারীরিক সম্পর্ক, ধর্মান্তকরণ তরুণীর, যোগীরাজ্যে ‘লাভ জেহাদে’র অভিযোগ]

প্রতিবেশীরা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে মা এবং চার সন্তানের দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্বামীর এবং পরিবারের অন্য সদস্যদের খবর দেওয়া হয়েছে। ডিএসপি কমলেশ কুমার জানিয়েছেন, স্বামী এবং পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্বামীর সঙ্গে অশান্তির জেরেই সন্তানদের হত্যা করে আত্মঘাতী হয়েছেন তরুণী।

[আরও পড়ুন: ফুলশয্যার রাতে মর্মান্তিক পরিণতি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু নবদম্পতির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement