shono
Advertisement

আমেরিকায় ঢুকতে সীমান্তরক্ষীর কাছে ভিক্ষা শরণার্থী মায়ের, ভাইরাল মর্মস্পশী ছবি

সীমান্তে দাঁড়িয়ে ছবিটি তুলেছেন রয়টার্সের এক চিত্রগ্রাহক৷ The post আমেরিকায় ঢুকতে সীমান্তরক্ষীর কাছে ভিক্ষা শরণার্থী মায়ের, ভাইরাল মর্মস্পশী ছবি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:09 PM Jul 26, 2019Updated: 08:09 PM Jul 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরণার্থী সমস্যা যে কতটা ভয়ংকর, তা টের পাওয়া গিয়েছিল আগেই৷ দিনে দিনে একেকটা ছবি যেন সেই সমস্যাকেই আরও জ্বলন্ত করে তুলছে৷ সিরিয়ার আয়লান কুর্দি, রিও গ্রান্দেতে বাবা-মেয়ের নিথর দেহ কিংবা মায়ানমারের রোহিঙ্গা মা-শিশুর প্রাণের আর্তি–এসব ছবি দেখে বিশ্ববাসী শিউরে উঠেছেন৷ সেই তালিকাতেই যুক্ত হল আরও এক৷ সন্তান কোলে সুদূর গুয়াতেমালা থেকে মার্কিন সীমান্তে এসে সেদেশে আর প্রবেশ করতে পারছেন না মা৷ সীমান্তের প্রহরীদের কাছে কাতর আরজি জানাচ্ছেন নিরাপদ আশ্রয়ে ঢুকতে দেওয়ার৷

Advertisement

[ আরও পড়ুন: ব্রিটিশ রাজনীতিতে চমক ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেলের, পেলেন গুরুত্বপূর্ণ মন্ত্রক]

লেটি পেরেজ, গুয়াতেমালার সিউদাদ জুয়ারেজ শহর থেকে অন্তত ২৪০০ কিলোমিটার পথ পেরিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে এসেছেন মার্কিন সীমান্তে৷ সঙ্গে ৬ বছরের সন্তান৷ আমেরিকা-মেক্সিকো সীমান্তে এসেই বাধা পান তিনি৷ মেক্সিকান ন্যাশনাল গার্ড তাঁকে আটকে দেয়৷ সেখানেই কান্নায় ভেঙে পড়েন পেরেজ৷ বারংবার কাতরভাবে অনুরোধ করতে থাকেন, এতদূর ছুটে এসেছেন, যেন ছোট সন্তানের মুখ চেয়ে তাঁকে আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়৷

এসময়ে মেক্সিকো সীমান্তে দাঁড়িয়ে ছিলেন আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের ফটোগ্রাফার হোসে লুই গঞ্জালেস৷ তিনি গোটা দৃশ্যের একমাত্র প্রত্যক্ষ সাক্ষী৷ তাঁর কথায়, ‘ওই মহিলা ন্যাশনাল গার্ডদের কাছে প্রায় ভিক্ষা চাওয়ার মতো করে আরজি জানাচ্ছিলেন, যাতে তাঁকে সীমান্ত পেরিয়ে আমেরিকায় ঢুকতে দেওয়া হয়৷ বারবার বলছিলেন, সন্তানের একটু নিরাপদ ভবিষ্যৎ চান৷ আর কাঁধে অ্যাসল্ট রাইফেল, পরনের ভারী পোশাক পরা গার্ডটি সমানে বলছিলেন, তিনি তাঁর কর্তব্য করছেন৷ কিছুতেই ঢুকতে দিতে পারবেন না৷’

গঞ্জালেসের তোলা সেই করুণ ছবি রয়টার্সে প্রকাশিত হওয়ার পর ফের হইহই শুরু হয়েছে৷ সোশ্যাল মিডিয়া ছবিগুলো ছড়িয়ে পড়তেই ফের ট্রাম্প প্রশাসনের নিন্দায় সরব সকলে৷ এমনিতেই মার্কিন প্রেসিডেন্ট মেক্সিকো সীমান্তে একেবারে পাঁচিল তুলে শরণার্থী স্রোত আটকাতে তৎপর ছিলেন৷ বিরোধীদের চাপে সেই কাজ করা হয়ে ওঠেনি৷ তাই বাধ্য হয়ে ন্যাশনাল গার্ডদের মোতায়েন করে রেখেছেন সীমান্তের কাঁটাতার বরাবর৷ আর গুয়াতেমালা, ভেনেজুয়েলার মতো মধ্য আমেরিকার বিভিন্ন দেশে নানা অস্থির পরিস্থিতির জেরে দেশ ছাড়ছেন বহু মানুষ৷ আর ঢুকে পড়ছেন ইউরোপের বিভিন্ন দেশ, নয়ত আমেরিকায়৷ শরণার্থীর চাপে প্রতিটি দেশই কড়া আইন জারি করেছে৷ ফলে লেটি পেরেজের মতো মায়েদের এভাবে ভিক্ষা প্রার্থনা ছাড়া কিছুই করার থাকছে না৷ সমাজবিজ্ঞানীরা অনেকেই বলছেন, একবিংশ শতাব্দীতে এই শরণার্থী সমস্যা শুধুই কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই৷ এটি গোটা মানবজাতির এক বড় সংকটে পরিণত হচ্ছে৷

[ আরও পড়ুন: ড্রাগন বাঁচাতে পর্যটনে রাশ, আর্থিক ক্ষতি হলেও দৈত্যাকার প্রাণীর পাশে প্রশাসন]

 

The post আমেরিকায় ঢুকতে সীমান্তরক্ষীর কাছে ভিক্ষা শরণার্থী মায়ের, ভাইরাল মর্মস্পশী ছবি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement