রঞ্জন মহাপাত্র: গুলি করে যুবককে খুন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে (Nandigram)। বাড়ির পাশের রাস্তা থেকে উদ্ধার হয় যুবকের দেহ। কী কারণে এই গুলি? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম দিব্যেন্দু মণ্ডল। বয়স ৪২ বছর। বাড়ি নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার ডি জামতলায়। প্রতিবেশী সূত্রে খবর, মঙ্গলবার রাতে তাঁরা দেখতে পান বাড়ির পাশের রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দিব্যেন্দু। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তমলুক জেলা হাসপাতালে।
[আরও পড়ুন: মুর্শিদাবাদে শুটআউট, বাড়ি ফেরার পথে তৃণমূল নেতাকে গুলি করে খুন, তুমুল চাঞ্চল্য]
কিন্তু কী কারণে গুলি করে খুন? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শোনা যাচ্ছে, চাকরি দেওয়ার নাম করে অনেকের থেকে টাকা নিয়েছিলেন দিব্যেন্দু। কিন্তু চাকরি দিতে পারেননি। সেই কারণেই কি খুন? নাকি নেপথ্যে অন্য তথ্য। তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। শীঘ্রই গোটা বিষয়টা স্পষ্ট হবে।