বাবুল হক, মালদহ: গভীর রাতে বাড়িতে ঢুকে এক যুবককে খুনের অভিযোগ। মৃত যুবকের নাম আতাবুর রহমান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর মালদহের বৈষ্ণবনগরে। পুলিশ তদন্তে নেমে পুলিশ দুই মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনায় আতঙ্কিত ওই পরিবার।
মালদহের বৈষ্ণবনগর থানা এলাকার কেবিএস ছোটো কামাত এলাকায় বাড়ি বছর ৪৫-এর আতাবুর রহমানের। রবিবার গভীর রাতে কেউ বা কারা ওই বাড়িতে হানা দেয়! ওই ব্যক্তিকে ঘরের বাইরে কোনওভাবে বার করে নিয়ে আসা হয়েছিল। পরিবারের লোকজন রাতে গোঙানির আওয়াজ শুনতে পেয়েছিলেন। ঘর থেকে বেরতে গেলেও তাঁরা প্রথমে সমর্থ হয়নি। দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল!
কোনওরকমে অন্য পথে পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে এসেছিলেন। দেখা যায়, বাড়ির চৌহদ্দির মধ্যেই পড়ে রয়েছে আতাবুর রহমান। তাঁর মাথা থেকে অঝোরে রক্ত ঝরতে দেখা যায়! তাঁকে উদ্ধার করে দ্রুত বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যায় বৈষ্ণবনগর থানার পুলিশ। রাতেই ঘটনাস্থলে যান কালিয়াচকের এসডিপিও ফয়জাল রাজা। পুলিশ তদন্তে নেমে দুই মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। কী কারণে ওই খুন? বিবাহ বহির্ভুত সম্পর্কের জন্যই কি এই ঘটনা? নাকি অন্য কিছু? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
