সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমিরপুত্র জুনেইদ খান (Junaid Khan) যে বলিউডে আসতে চলেছেন এ খবর বহুদিনের। বুধবার প্রকাশ্যে চলে এল তাঁর প্রথম ছবির পোস্টার। যশরাজের ব্যানারে জুনেইদের বলিউড অভিষেক হতে চলেছে। ছবির নাম 'মহারাজ'। ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি এই ছবির পোস্টারেই দেখা গেল জুনেইদের চরিত্রের ঝলক। পোস্টারে অভিনেতা জয়দীপ অহল্বাতও রয়েছেন।
ছবি 'X' হ্যান্ডেল থেকে সংগৃহীত
সিপাই বিদ্রোহের বছর কয়েক পরের বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে নতুন এই ছবি। আদিত্য চোপড়ার প্রযোজনায় ছবিটি পরিচালনার দায়িত্ব সামলেছেন সিদ্ধার্থ পি. মালহোত্রা। ব্রিটিশ ভারতের বম্বে কোর্টে হয়েছিল 'মহারাজ মানহানির মামলা'। করসানদাস মুলজির বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। সাংবাদিক ছিলেন তিনি। নিজের এক লেখায় তৎকালীন পুষ্টিমার্গের ধর্মগুরুদের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই কারণেই তাঁর বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা হয়েছিল। মুলজির সংবাদমাধ্যমের প্রকাশক নানাভাই রুস্তমজি রানীনাও মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন।
[আরও পড়ুন: ‘খাকি ২’তে প্রসেনজিৎ-জিৎ-পরমব্রতর সঙ্গী টলিপাড়ার এই নায়িকা! জল্পনা তুঙ্গে]
বাস্তবের এই ঘটনাই এবার সিনেমার পর্দায় তুলে এনেছেন পরিচালক সিদ্ধার্থ। পোস্টার দেখে যা মনে হচ্ছে তাতে করসানদাস মুলজির চরিত্রেই হয়তো অভিনয় করছেন জুনেইদ। আর ধর্মগুরুর ভূমিকায় দেখা যেতে পারে জয়দীপ অহল্বাতকে। এছাড়াও ছবিতে রয়েছেন 'অর্জুন রেড্ডি' খ্যাত দক্ষিণী অভিনীত শালিনী পাণ্ডে। বিশেষ চরিত্রে দেখা যাবে শর্বরী ওয়াঘকে।
আমির খান ও তাঁর প্রথম স্ত্রী রীণা দত্তর বড় ছেলে জুনেইদ। ছোটবেলায় বেশ ক্যামেরাশাই ছিলেন তিনি। তবে বোন ইরার বিয়েতে বাবা-মায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত দায়িত্ব সামলেছেন। বলিউডে ডেবিউর আগেই একাধিক প্রজেক্ট জুনেইদের হাতে। 'মহারাজ' ছাড়াও দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে জুটি বেঁধে একটি ছবিতে অভিনয় করছেন তিনি। আগামী ১৪ জুন থেকে নেটফ্লিক্সে (Netflix) দেখা যাবে 'মহারাজ'।