shono
Advertisement

পুরুষ দেখলেই পোশাক খুলে ফেলতেন এই রোগিণী, তারপর…

এখন কেমন আছেন এই রোগিণী? The post পুরুষ দেখলেই পোশাক খুলে ফেলতেন এই রোগিণী, তারপর… appeared first on Sangbad Pratidin.
Posted: 09:01 AM Apr 11, 2017Updated: 01:47 PM Dec 16, 2019

গৌতম ব্রহ্ম: পুরুষ দেখলেই পোশাক খুলে ফেলতেন তিনি!

Advertisement

ডাক্তাররা ভয়ে তাঁর চোখের নাগালে আসতে চাইতেন না৷ সাফাইকর্মীরাও ভয়ে ভয়ে থাকতেন৷ এই বুঝি রোগিণী এসে জাপটে ধরবেন৷ হাসপাতালের সুপার-সহ তিন আধিকারিক সাসপেন্ড হয়েছেন তাঁর এই অদ্ভুত আচরণের ঠ্যালায়৷ পরে জানা যায়, ‘বিজারে ডিলিউশন ডিজঅর্ডার’ নামে এক বিরল রোগের প্রকোপেই তরুণী এই কাণ্ড ঘটাতেন৷ পাভলভ হাসপাতাল ওঁকে সামলাতে পারেনি৷ তাঁকেই সুস্থ করে পুনর্বাসিত করল পিজি হাসপাতালের ‘ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি’৷ রাজ্যের নারী উন্নয়ন দপ্তরের সহযোগিতায় কৃষ্ণনগরের একটি সরকারি হোমে কাজও মিলল আঁখির৷

[যোগীর রাজ্যে এবার ব্রেকফাস্ট মিলবে মাত্র ৩ টাকায়, ডিনার ৫ টাকা]

আঁখি৷ ডাক্তারদের দেওয়া নামটিই তাঁর একমাত্র পরিচয়৷ আসল নাম কেউ জানে না৷ বাড়ি ওড়িশায়৷ কিন্তু ঠিক কোথায় তা আজও মনে করতে পারেননি ওই যুবতী৷ প্রায় পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা৷ পাঞ্জাবি মহিলাদের মতো শরীরের গড়ন৷ ২০১১ সালের ২২ নভেম্বর বন্দর এলাকা থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ পাভলভে নিয়ে এসেছিল৷ দীর্ঘদিন সেখানে চিকিৎসা চলেছে৷

[টানা ২৮ ঘণ্টা কাজ, ক্লান্ত ডাক্তার ঘুমিয়ে পড়লেন হাসপাতালের মেঝেতেই]

রোগের জ্বালায় মাঝমধ্যে খবরের শিরোনামে এসেছেন৷ ডাক্তার-নার্স-সাফাইকর্মী অনেকেই ‘শো-কজ’-এর চিঠি পেয়েছেন তাঁর পোশাক-খোলা উপসর্গের ঠ্যালায়৷ ফিমেল ওয়ার্ডে কোনও পুরুষ এলেই জামাকাপড় খুলে ফেলতেন আঁখি৷ অপ্রস্তুত হয়ে পড়তেন চিকিৎসকরা৷ বাধা দিতে গেলে ধস্তাধস্তি শুরু হয়ে যেত৷ আঁখির জন্য সাসপেন্ড হতে হয় পাভলভের তৎকালীন সুপার সুবোধরঞ্জন বিশ্বাস-সহ তিন আধিকারিককে৷ কেউ ভাবেনি এই মেয়েই একদিন সুস্থ হয়ে রোজগেরে হবে৷ তৈরি করবে নজির৷ ‘আইওপি’-র অধিকর্তা ডা. প্রদীপ সাহা থেকে ‘সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক’ বিভাগের প্রধান ইলোরা পারিখ, পরিতৃপ্তির হাসি সবার মুখে৷ প্রদীপবাবুর কথায়, “পাভলভ থেকে যখন আঁখিকে আইওপি-তে নিয়ে আসা হয়েছিল তখন ভাবিনি যে ওকে সুস্থ করিয়ে কাজ করার উপযুক্ত করে তুলতে পারব৷ সবার চেষ্টায় এই অসাধ্য সাধন হয়েছে৷”

[স্বামীর কাছে সর্বস্ব খুইয়ে দেশে ফিরলেন কিম]

ঘটনার সূত্রপাত ২০১৫-তে৷ আইওপি পরিদর্শনে এসেছিল সুপ্রিম কোর্ট নিযুক্ত উচ্চপর্যায়ের কমিটি৷ যার চেয়ারপার্সন ছিলেন ধরিত্রী পন্ডা৷ পরিদর্শনের সময় আঁখিকে চোখে পড়ে ধরিত্রীদেবীর৷ তখনই আঁখির পুনর্বাসনের জন্য তৎকালীন স্বাস্থ্যসচিব মলয় দে ও স্বাস্থ্য অধিকর্তা ডা. বিশ্বরঞ্জন শতপথীকে সনির্বন্ধ অনুরোধ জানান৷ “সেই অনুরোধ মেনেই আঁখির জন্য কাজ খুঁজতে শুরু করি আমরা”,বলেন প্রদীপবাবু৷ কৃষ্ণনগরে ‘পঙ্কজ আচার্য মহিলা নিবাস সমিতি’ নামে একটি হোমের সন্ধান মেলে৷ সম্প্রতি আঁখিকে হোমে পাঠানো হয়৷ তিনি এখন মন দিয়ে কাজ করছেন ওই হোমে৷

The post পুরুষ দেখলেই পোশাক খুলে ফেলতেন এই রোগিণী, তারপর… appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার