বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: বিজেপি বিরোধী জোট গঠন প্রক্রিয়ার মাঝে সম্পর্কে অবনতি চান না। তাই বৃহত্তর স্বার্থে গ্রাম বাংলার ভোটে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। বাংলার মুখ্যমন্ত্রীর বিজেপি বিরোধী জোট গঠনের উদ্যোগের পাশে দাঁড়াতেই এমন সিদ্ধান্ত। তাই পশ্চিমবঙ্গে খাতা খোলার প্রক্রিয়ার বিষয়টি আপাতত স্থগিত রাখা হচ্ছে বলে জানিয়েছে আপ নেতৃত্ব।
মে মাসেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গিয়েছেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাজধানীর প্রশাসনিক নিয়ন্ত্রণ হাতে রাখতে কেন্দ্র যে অধ্যাদেশ জারি করে সংসদে তা ঐক্যবদ্ধভাবে আটকাতে আলোচনা হয়। সেইসঙ্গে লোকসভার আগে বিজেপি বিরোধী যে জোট গঠনের প্রক্রিয়া চলছে তা নিয়েও আলোচনা হয়।
[আরও পড়ুন: ‘খোকাবাবুর তথ্যেই গ্রেপ্তার একের পর এক নেতা’, নাম না করে অভিষেককে নিয়ে বিস্ফোরক অধীর]
কিন্তু রাজনৈতিক মহলের আগ্রহ ছিল বঙ্গে আপের সংগঠন ও নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে। কারণ, দুই মুখ্যমন্ত্রীর বৈঠকের অনেক আগেই বাংলায় পঞ্চায়েত ভোটে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় আপ নেতৃত্ব। কিন্তু গ্রাম বাংলার ভোট ঘোষণার পরেই কেজরিওয়ালের দল জানিয়ে দিল লোকসভা ভোটের দিকে তাকিয়ে পঞ্চায়েত ভোটে অংশ নেবেন না তাঁরা। আপ সাংসদ সঞ্জয় সিং জানান, “আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। তাই আমরা চাই, যে রাজ্যে যে দল শক্তিশালী, তারাই লড়াই করবে। এই নীতির কারণেই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব না।”