shono
Advertisement
CAG report

কেজরির আবগারি নীতিতে ২০০২ কোটির ক্ষতি, ক্যাগ রিপোর্ট ফাঁস বড়সড় দুর্নীতি!

Published By: Amit Kumar DasPosted: 02:54 PM Feb 25, 2025Updated: 03:35 PM Feb 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরবিন্দ কেজরিওয়াল সরকারের নয়া আবগারি কারণে রাজকোষের ২০০২ কোটি টাকার ক্ষতি হয়েছে। আবগারি দুর্নীতিকাণ্ডে বেসামাল আপ নেতাদের চিন্তা বাড়িতে মঙ্গলবার দিল্লি বিধানসভায় পেশ হল 'কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল' বা 'ক্যাগ' রিপোর্ট। আবগারি নীতির পাশাপাশি আপের শাসনকালের ১৪টি বিষয়ের ক্যাগ রিপোর্ট বিধানসভায় জমা করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। বিজেপির দাবি, এই রিপোর্ট আপের দুর্নীতি বিস্তারিত খতিয়ান।

Advertisement

দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তেহারে অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল এই ক্যাগ রিপোর্ট। বিজেপি জানিয়েছিল, ক্ষমতায় এলেই এই ক্যাগ রিপোর্ট পেশ করা হবে বিধানসভায়। সেই লক্ষ্যেই সরকার গঠনের পর তিন দিনের বিশেষ অধিবেশন ডাকা হয় বিধানসভায়। অধিবেশনের দ্বিতীয় দিনেই আপ জমানার বিভিন্ন দফতরের ক্যাগ রিপোর্ট এদিন বিধানসভায় পেশ করে বিজেপি সরকার। যে ১৪টি রিপোর্ট পেশ হয়েছে সেগুলি হল, রাজ্য অর্থ দফতরের রিপোর্ট (২০২১, ২০২২ ও ২০২৩), রাজস্ব, আর্থিক, সামাজিক এবং সাধারণ ক্ষেত্র ও রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র (২০২০ ও ২০২১), গাড়ির দূষণজনিত প্রতিরোধ ব্যবস্থামূলক পারফরম্যান্স (২০২১), শিশু সুরক্ষা এবং প্রতিরোধ ক্ষেত্র, আবগারি সরবরাহ সংক্রান্ত প্রশাসনিক দক্ষতা, স্বাস্থ্য বিভাগ, দিল্লি পরিবহণ নিগম এবং ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কাজের অডিট রিপোর্ট।

সেখানেই আবগারি ক্ষেত্রে ১৬৬ পাতার যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ২০১৭-১৮ থেকে ২০২০-২১ এই চার বছরে সরকারের ভুল নীতির কারণে ক্ষতি হয়েছে ২০০২ কোটি টাকা। রিপোর্ট অনুযায়ী, যে সব লাইসেন্স সারেন্ডার করা হয়েছিল সেগুলি পুনরায় চালু না করার কারণে সরকারের ক্ষতি হয় ৮৯০ কোটি টাকা। পাশাপাশি এই বিলম্বের কারণে সংশ্লিষ্ট মদের দোকানগুলি বন্ধ থাকার জেরে আরও ৯৪১ কোটি টাকার ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীদের করছাড় দেওয়ার কারণে আরও ১৪৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। জোনাল লাইসেন্স ধারকদের থেকে নির্দিষ্ট সিকিউরিটি ডিপোজিট না নেওয়ার কারণে ক্ষতি হয়েছে ২৭ কোটি টাকার।

উল্লেখ্য, দিল্লির আবগারি নীতিতে বিরাট দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই জেলে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ার মতো আপের শীর্ষ স্থানীয় আরও বহু নেতা। বর্তমানে তাঁরা জামিনে মুক্ত থাকলেও আবগারি মামলার তদন্ত জারি রয়েছে। এরইমাঝেই ক্যাগের রিপোর্টে প্রকাশ্যে এল কেজরি সরকারের নীতিতে সরকারের বিপুল ক্ষতির হিসেব। ক্যাগ রিপোর্ট সম্পর্কে বিজেপির মন্ত্রী মজিন্দর সিং সিরসা বলেন, এই রিপোর্ট অরবিন্দ কেজরিওয়াল সরকারের দুর্নীতির ভাঁড় ভেঙে দেবে। মদ কেলেঙ্কারির যাবতীয় দুর্নীতি ফাঁস হয়ে যাবে। এটাই প্রথম সরকার যে সরকারের বিরুদ্ধে ক্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ করার জন্য বিরোধীদের হাইকোর্টে যেতে হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অরবিন্দ কেজরিওয়াল সরকারের নয়া আবগারি কারণে রাজকোষের ২০০২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
  • আবগারি দুর্নীতিকাণ্ডে বেসামাল আপ নেতাদের চিন্তা বাড়িতে মঙ্গলবার দিল্লি বিধানসভায় পেশ 'ক্যাগ' রিপোর্ট।
  • আপ জমানার ১৪টি বিষয়ের উপর ক্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ বিজেপি সরকারের।
Advertisement