সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সাতসকালে রাজধানী দিল্লিতে পড়ে থাকতে দেখা গেল আস্ত একটি মর্টার শেল৷ দিল্লির বসন্তকুঞ্জের কাছে কিষাণগড় নামে এলাকায় এক আঁস্তাকুড়েতে পড়ে থাকতে দেখা যায় শেলটি৷ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষটি খতিয়ে দেখছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)৷ নিরাপত্তার খাতিরে গোটা এলাকা খালি করে দেওয়া হয়েছে৷
মরণাপন্ন শিশুকে চিকিৎসার জন্য দিল্লি নিয়ে আসলেন সুষমা
এদিন সকালে টহল দিতে গিয়ে এই মর্টার শেলের হদিশ পায় পুলিশ৷ শেলটি অত্যন্ত পুরনো বলে জানা গিয়েছে৷ খবর দেওয়া হয় NSG-কে৷ বিশেষ দল ঘটনাস্থলে এসে পুরো এলাকা আগে খালি করে দেয়৷ তারপর শেলটি নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়৷ জানা গিয়েছে, শেলটি এতটাই পুরনো যে এর বেশ কিছুটা অংশে ক্ষয় ধরেছে৷ তবুও কোনও ঝুকি নিতে রাজি হননি এনএসজি’র কর্মীরা৷ তাই বিশেষ ‘বম্ব ব্ল্যাঙ্কেট’ দিয়ে ঢেকে নিষ্ক্রিয় করার কাজ করা হয়৷
শিব সেনার সঙ্গে জোট ভাঙার সাহস নেই বিজেপির: কংগ্রেস
কিষাণগঞ্জ গ্রাম হলেও তা অবস্থিত রাজধানীর বসন্তকুঞ্জের মতো এলাকায়৷ এমন এলাকায় এত পুরনো মর্টার শেল কোথা থেকে এল? সেই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমে পড়েছে NSG’র আধিকারিকরা৷ গোটা এলাকায় তল্লাশি চালানো হবে বলেও সূত্রের খবর৷
দু’বারের মন্ত্রী হয়ে আজও ভাড়া বাড়িতে বাস এই বৃদ্ধের