সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির অশান্তির আঁচ কলকাতায়! দলীয় সাংসদদের 'হেনস্তা' নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে নালিশ করল তৃণমূল। তাঁদের দাবি, রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে বিষয়টি নিয়ে তৎপর হতে হবে সিভি আনন্দ বোসকে। তাঁদের অভিযোগ শুনে আগামিকালই বিষয়টি 'টেক আপ' করবেন বলে কথা দিয়েছেন রাজ্যপাল, এমনই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের সর্বভারতীয় সভাপতির কথায়, "রাজ্যপাল কথা দিয়েছেন, কালকের মধ্যে বিষয়টি কমিশনের কাছে 'টেকআপ' করবেন। উনি বলেছেন, আপনারা যেটা বলছেন সেটা ঠিক। বিষয়টি টেক আপের পরই ইমেল মারফত আমাদের জানাবেন।" অভিষেক আরও বলেন, "প্রয়োজনে আমরা কাল আবার আসব। তখনই পরবর্তী পদক্ষেপ ঠিক করব।" তিনি আরও বলেন, "রাজ্যপাল সংবিধানের ধারক ও বাহক, বারবার নিজেকে গণতন্ত্রের রক্ষাকর্তা হিসেবে উল্লেখ করেন। এটা গণতন্ত্রের নমুনা নয়। রাজ্যপালকে অনুরোধ করেছি, দিল্লিতে যা হয়েছে অত্যন্ত নিন্দনীয়। এটা নিয়ে আজই চিঠি লিখতে হবে। কমিশনের কাছে বিষয়টি টেকআপ করতে হবে।"
[আরও পড়ুন: স্বামী বা স্ত্রী বেসরকারি চাকরি করলেও বন্ধ করা যাবে না বাড়িভাড়া ভাতা, রাজ্যকে নির্দেশ হাই কোর্টের]
শুধু কমিশনের কাছে হেনস্তার বিষয়টি নিয়ে নয়, অভিষেক জলপাইগুড়ি ইস্যুটিও রাজ্যপালের কাছে তুলে ধরেন। টর্নেডোয় ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি তৈরির টাকা দেওয়ার অনুমতি দেয়নি কমিশন। এদিন এই বিষয়টিও জাতীয় নির্বাচন কমিশনে জানিয়েছিল তৃণমূল সাংসদরা। কেন টাকা ছাড়ছে না কমিশন, তাও জানতে চাওয়ার অনুরোধ করেছেন অভিষেক। কালকের মধ্যে এটি নিয়ে পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন রাজ্যপাল, দাবি অভিষেকের।
এদিন এনআইএ-র ডিরেক্টর, এসপি বদলের দাবি নিয়েও সরব হন তৃণমূলের 'সেনাপতি'। বলেন, "কোনও অভিযোগ ছাড়াই বাংলার ডিজিকে ৪৮ ঘণ্টার মধ্য়ে দুবার বদল করা হয়েছে। আর আমরা প্রমাণ দেওয়ার পরও কেন এনআইএ-র ডিরেক্টর, এসপি ধনমার সিং-কে সরানো হচ্ছে না? বিজেপির জিতেন তিওয়ারিক সঙ্গে ওঁর যোগে প্রমাণ আমাদের কাছে আছে। সুপ্রিম কোর্ট, হাই কোর্টে সিসি টিভি ফুটেজ জমা দেব। প্রমাণ থাকা সত্ত্বেও এনআইএ-র ডিরেক্টরের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না।" একইসঙ্গে তাঁর চ্যালেঞ্জ, "বিজেপির একুশের চেয়েও খারাপ পরিণতি হবে বাংলায়।"