সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেঘালয় থেকে ফিরে আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সভাস্থলে উপস্থিত থাকলেও সভামঞ্চে উঠতে চাননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কারণ, প্রশাসনিক সভা সরকারি অনুষ্ঠান আর অভিষেক রাজ্য় সরকারের প্রতিনিধি নন। পরে অবশ্য মুখ্যমন্ত্রীর ‘অনুরোধে’ মঞ্চে উঠে উপস্থিত জনতাকে প্রণাম করে নেমে যান ডায়মন্ড হারবারের সাংসদ। সবমিলিয়ে এদিন মমতা-অভিষেকের মিষ্টি রসায়নের সাক্ষী থাকল আলিপুরদুয়ার।
মেঘালয় থেকে ফিরে আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বহু মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দেন। এদিন পুরোপুরি সরকারি অনুষ্ঠান ছিল। সভাস্থলে হাজির থাকলেও অভিষেক মঞ্চে উঠতে চাননি। মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এসেছে যেহেতু মেঘালয় গিয়েছিল। আমি ওকে বললাম মঞ্চে আয়। কিন্তু ও বলল, না, এটা সরকারি অনুষ্ঠান। আমি রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি তো সরকারের অঙ্গ নয়।”
[আরও পড়ুন: দুর্ঘটনা নাকি রাজনৈতিক ষড়যন্ত্র? তৃণমূল কার্যালয়ে অগ্নিকাণ্ডে তুঙ্গে শাসক-বিরোধী তরজা]
এরপরই তিনি অভিষেককে অনুরোধ করেন মঞ্চে ওঠার। বলেন, “আমি অভিষেককে অনুরোধ করছি একবার মঞ্চে এসে মানুষকে প্রণাম করে যাও। তারপর তখন নেমে যাও।” এরপরই দলনেত্রীর অনুরোধ মেনে মঞ্চে এসে উপস্থিত দর্শকদের প্রণাম করে যান অভিষেক। মঞ্চে উপস্থিত সরকারি আধিকারিকরা আসন ছেড়ে দিয়ে অভিষেককে বসতে বলেন। কিন্তু তিনি বসেননি। অভিষেকের হয়ে মমতা বলে দেন, “ও বসবে না। আমি শুধু ডেকেছি বলে ও এসেছে। প্রণাম করে নেমে যাবে।”
মমতা আরও বলেন, “এটা আমি খুব পছন্দ করি। সরকারি অনুষ্ঠানের মঞ্চে সরকারের অঙ্গ নয় এমন কেউ কেন থাকবে? তবে আমি ওকে (অভিষেক) বলেছি তুমি তো সাংসদ। তাহলে সমস্যা কী?”